শিরোনাম
দুপুরে সংবাদ সম্মেলন
বিদেশ ভ্রমণ থেকে মধ্যরাতে ফিরেছেন স্বাস্থ্যমন্ত্রী
প্রকাশ : ০১ আগস্ট ২০১৯, ১০:৩৮
বিদেশ ভ্রমণ থেকে মধ্যরাতে ফিরেছেন স্বাস্থ্যমন্ত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতির মধ্যে বিদেশে ভ্রমণে সফরে গিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে অবশেষে দেশে ফিরেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক।


বুধবার (৩১ জুলাই) মধ্যরাতে ঢাকায় পৌঁছান তিনি। বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুর ২টায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে আসার কথা স্বাস্থ্যমন্ত্রীর।


স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম জানান, বুধবার রাতে স্বাস্থ্যমন্ত্রী দেশে ফিরেছেন। বৃহস্পতিবার প্রথমে মিটফোর্ড হাসপাতালে ডেঙ্গু কর্নার উদ্বোধন করবেন। পরে দুপুর ২টায় সংবাদ সম্মেলনে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের অবহিত করবেন।


সারা দেশে ডেঙ্গু পরিস্থিতি জটিল হওয়ায় মন্ত্রণালয়ের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করে স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে এ সংকটের মধ্যেই গত ২৮ জুলাই সপরিবারে ব্যক্তিগত সফরে মালয়েশিয়ায় যান স্বাস্থ্যমন্ত্রী। সেখান থেকে তার ফেরার কথা ছিল ৪ আগস্ট। কিন্তু দেশের এ পরিস্থিতিতে স্বাস্থ্যমন্ত্রীর বিদেশ সফর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনার ঝড় ওঠে। তাই মালয়েশিয়া সফর সংক্ষিপ্ত করেই দেশে ফেরেন জাহিদ মালিক।


জানা যায়, স্বাস্থ্যমন্ত্রী ত্রাণ বিতরণের জন্য নিজ নির্বাচনী এলাকা মানিকগঞ্জে তিন দিন ধরে অবস্থান করছেন। মাঝখানে মন্ত্রণালয়ে এসে মিটিং করে আবার এলাকায় ফিরে গেছেন।


পরে জানা যায়, জাহিদ মালিক মালয়েশিয়ায় অবস্থান করছেন। তবে সরকারি কোনো কাজে তিনি সেখানে যাননি, গেছেন ব্যক্তিগত সফরে, ভ্রমণে।



বিবার্তা/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com