শিরোনাম
ডেঙ্গু: বাঁচতে হলে জানতে হবে
প্রকাশ : ২৬ জুলাই ২০১৯, ১৮:২৬
ডেঙ্গু: বাঁচতে হলে জানতে হবে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ডেঙ্গু থেকে বাঁচার একমাত্র উপায় হলো ব্যক্তিগত সতর্কতা এবং অ্যাডিস মশা প্রতিরোধ। সঙ্গে কিছু ঘরোয়া টোটকা মেনে চলতে পারেন, তাতেও মশা-মাছি দূরে রাখা সম্ভব৷


পানি জমতে দেয়া যাবে না: এ কথা সবাই জানেন যে, বাড়ি বা তার আশেপাশে জল বা আবর্জনা জমতে দেয়া মানেই মশার বংশবৃদ্ধির সুযোগ করে দেয়া৷ তাই কেবল বাড়ি পরিষ্কার রাখলেই চলবে না, সতর্ক দৃষ্টি রাখুন আশপাশের এলাকার প্রতিও৷ ঠিকমতো জঞ্জাল সাফ না হলে সিটি করপোরেশনের সঙ্গে যোগাযোগ করুন৷ ওভারহেড ও আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক পরিষ্কার রাখুন, তা যেন ঢাকা দেয়া থাকে৷ চৌবাচ্চা থাকলে তার উপরেও ঢাকনা দিয়ে রাখুন৷ অ্যাকোয়ারিয়াম বা লিলি পুল আছে বাড়িতে? পানি নিয়মিত পরিষ্কার করুন, ছেড়ে রাখুন গাপ্পির মতো মাছ যা মশার লার্ভা খেয়ে নেয়৷


নিম-সিট্রোনেলা তেল ব্যবহার করুন: সিট্রোনেলা তেল কিনতে পাওয়া যায় বাজারে৷ নিমের তেল ও এক্সট্রা ভার্জিন নারকেল তেল ১:১ অনুপাতে মিশিয়ে রাখুন হাতের কাছে৷ দরকারমতো স্প্রে করে নিন শরীরের খোলা অংশে৷ নারতেল আর নিম তেলের মিশ্রণ স্নানের পরেও ব্যবহার করতে পারেন গোটা শরীরে৷ সিট্রোনেলা তেল মেখেও স্বচ্ছন্দে বাইরে বেরোতে পারবেন, এর প্রাকৃতিক সুগন্ধ আপনাকে ঘিরে রাখবে সারা দিন৷ এই তেলে ভেজানো ব্যাজও কিনতে পাওয়া যায় আজকাল৷ বাচ্চাদের স্কুলে পাঠানোর সময় ইউনিফর্মে লাগিয়ে দিতে পারেন৷ এডিস মশা দিনের বেলা কামড়ায়, মর্নিং ওয়াকে যাওয়ার সময়ও সাবধানতা অবলম্বন করুন৷


তুলসী গাছ লাগান: অনেকেই বিশ্বাস করে যে বাড়িতে তুলসী গাছ থাকলে নাকি মশা বা মাছি ঘরে ঢুকতে পারে না৷ ব্যালকনিতে বা জানলার কাছে তুলসী গাছ রেখে দেখতে পারেন৷


মশা তাড়াতে রসুন: কয়েক কোয়া রসুন নিয়ে থেঁতো করে নিন৷ তার পর সেটা খুব ভালো করে ফুটিয়ে নিন তিন কাপ পানিতে৷ পানি ফুটে অর্ধেক হলে নামিয়ে ছেঁকে বোতলে ভরে রাখুন৷ ঠান্ডা হলে ঘরের কোণে কোণে স্প্রে করে দিন এই মিশ্রণ৷


বিবার্তা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com