শিরোনাম
ঢাকায় ব্রেস্ট ও পাকস্থলীর ক্যান্সার সেন্টার চালু
প্রকাশ : ২৭ নভেম্বর ২০১৬, ২০:২৯
ঢাকায় ব্রেস্ট ও পাকস্থলীর ক্যান্সার সেন্টার চালু
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ধানমন্ডির জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে রবিবার 'জেবিএফএইচ ব্রেস্ট এন্ড স্টমাক ক্যান্সার কেয়ার সেন্টার' চালু করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক সরদার এ নাঈম। সেন্টারটির উদ্বোধন করেন প্রখ্যাত ক্যান্সার বিশেষজ্ঞ প্রফেসর ডা. এএমএম শরিফুল আলম।


অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রফেসর ডা. আনিসুর রহমান, প্রফেসর ডা. মো. মিজানুর রহমান, হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ডা. জোনাইদ শফিক, সিইও ডা. আরএম সামিউল হাসান প্রমুখ।


অনুষ্ঠানে জানানো হয়, দেশের সেরা চিকিৎসকবৃন্দ ও সর্বাধুনিক যন্ত্রপাতির সমন্বয়ে অত্যাধুনিক এই ক্যান্সার কেয়ার সেন্টারটি স্থাপন করা হয়েছে। ব্রেস্ট ও পাকস্থলীর ক্যান্সার চিকিৎসায় চালু হয়েছে কেমোথেরাপি ইউনিট। অপেক্ষাকৃত সুলভ মূল্যে রোগীরা এখানে পাবেন রেডিও থেরাপি, কেমো থেরাপিসহ সুনির্দিষ্ট অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা ও সার্জারির সুযোগ।


অধ্যাপক সরদার এ. নাঈম বলেন, ক্যান্সার রোগীরা যতদিন বেঁচে থাকেন জীবনের ঝুঁকি নিয়েই বাঁচেন। দেশের চিকিৎসকরা এক্ষেত্রে সামান্য আন্তরিক হলে রোগীদের দেশের বাইরে যাওয়ার প্রয়োজন হতো না। আমরা ক্যান্সার রোগীদের জন্য আস্থার একটি জায়গা তৈরি করার চেষ্টা করছি।


প্রফেসর ডা. এএমএম শরিফুল আলম বলেন, 'ক্যান্সার চিকিৎসা দীর্ঘমেয়াদী ও ব্যয়বহুল। তবে সার্বিক পরিচর্যা ও উন্নত চিকিৎসার মাধ্যমে এ রোগ থেকে মুক্তি লাভের অপার সুযোগ সৃষ্টি হয়েছে বিশ্বজুড়ে। আগে থেকে রোগ নির্ণয় ও প্রতিরোধ করলে এর ঝুঁকি অনেকাংশেই কমানো যায়।'


হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ডা. জোনাইদ শফিক বলেন, 'জেবিএফএইচ ক্যান্সার সেন্টারটি শুরুতেই রোগ নির্ণয় এবং প্রতিরোধের জন্য রোগীদের সার্বক্ষণিক সেবা দেবে।'


বিবার্তা/বিজ্ঞপ্তি/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com