শিরোনাম
প্রস্রাব সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য
প্রকাশ : ২৫ নভেম্বর ২০১৬, ০৭:৩৬
প্রস্রাব সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

প্রস্রাব করা এমন একটি বিষয়, যা ছাড়া জীবন চলে না৷ এমনিতে হয়ত খুবই সামান্য একটা ব্যাপার, কিন্তু এই গুরুত্বপূর্ণ বিষয়টা সম্পর্কে আমরা কতটুকু জানি? আসুন জেনে নেই প্রস্রাব সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য।


প্রস্রাবে কী কী আছে: প্রস্রাবে সাধারণত তিন হাজার উপাদান থাকে৷ ২০১৩ সালের এক গবেষণায় দেখা গেছে, প্রস্রাবে ৯৫ ভাগ পানি আর তিন ভাগ ইউরিয়া থাকে৷


প্রস্রাবের রং: প্রস্রাবের বা মূত্রের রং যদি হলুদ হয়, তাহলে বুঝতে হবে, আপনার শরীরে পানি কম৷ এছাড়া অসুস্থতার কারণেও প্রস্রাবের রং হলুদ হতে পারে৷ আর প্রস্রাবের রং লাল হলে বুঝতে হবে কোনো ধরনের সংক্রমণ হয়েছে বা কিডনি ঠিকমতো কাজ করছে না৷


ব্লাডারের ক্ষমতা: সাধারণত একজন মানুষ দিনে সাতবার প্রস্রাব করে৷ আমাদের ব্লাডার ৫০০ থেকে ৬০০ মিলিলিটার প্রস্রাব ধারণ করতে পারে৷


অপ্রয়োজনীয় দ্রব্য বের করে দেয়: প্রস্রাব কেবল যে আমাদের শরীর থেকে পানি বের করে দেয় তা নয়, বরং এর সাথে শরীরের অনেক অপ্রয়োজনীয় দ্রব্যও বের করে৷ কিডনি ফিল্টার করে এসব দ্রব্যকে ব্লাডারে পাঠায়, প্রস্রাবের সাথে সেসব দ্রব্য শরীর থেকে বের হয়ে যায়৷


পুরুষ ও নারীর মধ্যে পার্থক্য: যে নালীর মাধ্যমে ব্লাডার থেকে প্রস্রাব বের হয় তাকে ইউরেথ্রা বলে৷ নারীদের ইউরেথ্রা’র দৈর্ঘ্য ৪.৮ থেকে ৫.১ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে আর পুরুষদের ইউরেথ্রার দৈর্ঘ্য হয় ২০ সেন্টিমিটার পর্যন্ত৷


বয়সের সাথে পার্থক্য: বয়সের সাথে সাথে শরীরের মাংসপেশি দুর্বল হতে থাকে৷ এজন্য বয়স্ক মানুষের প্রস্রাবে বেশি সময় লাগে৷ ক্ষুদ্রান্ত ও ব্লাডারের মাংসপেশি দুর্বল হয়ে যায় বলে এতটা সময় লাগে৷


বার বার প্রস্রাব: বয়সের কারণেই মাংসপেশি দুর্বল হয়ে যাওয়ায় কিছু প্রস্রাব ব্লাডারে থেকে যায়, তাই বয়স্করা বার বার টয়লেটে যান৷


ব্যথার কারণ: প্রস্রাব করার সময় যদি প্রচণ্ড ব্যথা হয়, তবে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে৷ কিডনি বা ইউরিনারি ট্র্যাক ইনফেকশনের কারণে ব্যথা হয়ে থাকতে পারে৷


প্রস্রাব আটকে রাখা: প্রস্রাব আটকে রাখলে ইনফেকশন হতে পারে৷ তাই প্রস্রাব আটকে না রেখে করে ফেলাই উত্তম বলে জানান চিকিৎসকরা৷


বিবার্তা/জিয়া


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com