শিরোনাম
ধর্মীয় পরিচয় জেনে রোগীর চিকিৎসা
প্রকাশ : ০৬ এপ্রিল ২০১৮, ১৯:০৯
ধর্মীয় পরিচয় জেনে রোগীর চিকিৎসা
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

রোগীর রোগ নির্ণয়ে অদ্ভুত এক কৌশল নিয়েছে রাজস্থানের একটি হাসপাতাল। রোগীর ধর্মীয় পরিচয় জানার পরই রোগী কোনো রোগে আক্রান্ত, তা ঠিক করে ফেলেন তারা। এজন্য তারা ব্যবহার করছেন একটি অ্যাপ। সোয়াই মান সিং হাসপাতালের ওয়েবসাইটে ভর্তির রেজিস্ট্রেশন ফরমে রোগী কোন ধর্মের তা জানতে চাওয়া হয়। বিষয়টি সাম্প্রদায়িক কিনা সেটা জানার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ থেকে উত্তর আসে সম্পূর্ণ ভিন্নরকম।


সেখানকার চিকিৎসক ডা. ডিএস মীনা বলেন, রোগী কোনো ধর্মের এটা জানার জন্য অ্যাপ তৈরি করা হয়েছে। কারণ এমন অনেক রোগ আছে যা নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায় গোষ্ঠীর মধ্যেই পাওয়া যায়। সে ধরনের রোগ যাতে ছড়িয়ে পড়তে না পারে তার জন্য এই ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। তিনি আরো বলে, রোগীর ধর্ম পরিচয় জানতে চাওয়া চিকিৎসা বিজ্ঞানে একটি সাধারণ বিষয়। এটি সব জায়গায় হয়।


গত ২৬ জানুয়ারি থেকে সোয়ে মান সিং হাসপাতালে এভাবে রোগী নিবন্ধিত করা হচ্ছে। এ পর্যন্ত ২১৫৩ জন রোগীকে ধর্ম ভিত্তিক পরিচয় জেনে ভর্তি করা হয়েছে। সূত্র : ডিএনএ ইন্ডিয়া


বিবার্তা/সুমন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com