শিরোনাম
ডায়াবেটিস নিয়ন্ত্রণে দেশে ‘মেটাবলিক সার্জারি’
প্রকাশ : ০৬ মার্চ ২০১৮, ২২:১৬
ডায়াবেটিস নিয়ন্ত্রণে দেশে ‘মেটাবলিক সার্জারি’
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

শরীরের অতিরিক্ত ওজন বা মেদ কমিয়ে জীবনযাপন স্বাভাবিক করতে বিশ্বব্যাপি জনপ্রিয় চিকিৎসাপদ্ধতি বেরিয়াট্রিক সার্জারি। এতে অপারেশনের মাধ্যমে পাকস্থলির আকার কিছুটা কমিয়ে দেয়া হয়। এই ধরনের সার্জারিতে এখন ডায়াবেটিস নিয়ন্ত্রণেও সফলতা মিলছে।


চিকিৎসাবিজ্ঞানীরা এর নাম দিয়েছেন ‘মেটাবলিক সার্জারি’। বিশ্বের বিভিন্ন দেশে এ সার্জারি হলেও বাংলাদেশে এখনো চালু হয়নি। শিগগিরই ডায়াবেটিস নিয়ন্ত্রণে এই শল্য চিকিৎসা চালু করে একে জনপ্রিয় করার উদ্যোগ নেবে সোসাইটি অব ল্যাপারোস্কপিক সার্জারি (এসএলএসবি)।


গত সোমবার ধানমন্ডির বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালের অডিটোরিয়ামে এসএলএসবির উদ্যোগে অনুষ্ঠিত ‘মেটাবলিক সার্জারি : এ নিউ হরাইজন অব ল্যাপারোস্কোপিক সার্জিক্যাল ট্রিটমেন্ট ফর ডায়াবেটিস মিলিটাস’ শীর্ষক বৈজ্ঞানিক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।


সোসাইটির সভাপতি, জাপান-বাংলাদেশ হসপিটালের চেয়ারম্যান অধ্যাপক ডা. সরদার এ নাঈমের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ল্যাপারোস্কপিক সার্জন, সেন্ট্রাল হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ডা. মতিওর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, সিঙ্গাপুরের মনাস ইউনিভার্সিটির ল্যাপারোস্কপিক সার্জন অধ্যাপক ডা. পিটার গোহ। বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এএইচএম শামসুল আলম, এসএলএসবির সাবেক সভাপতি অধ্যাপক ডা. এএইচএম তৌহিদুল আলম, সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মোস্তাফিজুর রহমান, অধ্যাপক ডা. শেখ এম এ জাফর, অধ্যাপক ডা. সমিরন কুমার মন্ডল, ডা. মো: আবুল কালাম চৌধুরী প্রমূখ।


অধ্যাপক ডা. মতিওর রহমান বলেন, এই অপারেশনের পর পাকস্থলীর খাদ্যগ্রহণ ক্ষমতা কমে উৎপন্ন গ্লুকোজের মাত্রাও কমে যায়। অপারেশনের ফলে হজম না হওয়া খাবার পৌস্টিক নালিতে যায়। যেখানে ইনক্রেটিন্স হরমোন নির্গত হয়। এই হরমোন রক্তে চিনির মাত্রা কমাতে সাহায্য করে।


অধ্যাপক ডা. সরদার এ নাঈম বলেন, আশা করছি, নরমাল ল্যাপারোস্কপি করেই এই চিকিৎসা দিতে পারবো আমরা। এর জন্য প্রয়োজনীয় স্ট্যাপলার ডিভাইস একটু দামী হলেও আমরা এই শল্য চিকিৎসাকে জনপ্রিয় করার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন করবো।


বিবার্তা/হুমায়ুন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com