শিরোনাম
নখের নিচে সাদা দাগ স্বাস্থ্যের ইঙ্গিত
প্রকাশ : ১৫ নভেম্বর ২০১৬, ১১:২৫
নখের নিচে সাদা দাগ স্বাস্থ্যের ইঙ্গিত
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

অনেকের নখের নিচে সাদা দাগ দেখা যায়। তবে এ সাদা দাগ নিয়ে আমরা কখনও ভাবি না বা খেয়ালই করি না আসলে এটা কেন হয় বা এটা কিসের ইঙ্গিত? হঠাৎ নখের এই সাদা দাগের আবির্ভাব আমাদের ভাবায় না, এ নিয়ে কাউকে কখনও চিন্তাও করতে দেখা যায়নি। তবে এ নিয়ে গবেষকরা বিষদ ব্যাখ্যা দিয়েছেন।


গবেষকরা বলছেন, নখের এই সাদা চিহ্নের বৈজ্ঞানিক নাম Lunula Unguis। এই দাগ মানুষের স্বাস্থ্যের ভালো মন্দের গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করে।


এ সাদা দাগ যদি ৮ বা ১০ নখেই থাকে এবং সাদা দাগটি হয় স্পষ্ট তবে তার স্বাস্থ্য কণিকা ঠিকমতো কাজ করছে। তবে সাদা দাগ যদি হয় অল্প এবং ক্ষয়িষ্ণু তবে বুঝতে হবে তার শরীরের ইউরিনগুলো ঠিক মতো কাজ করছে না। তার স্বাস্থ্যের লক্ষণ ভালো নয়।


এ নিয়ে চিকিৎসক বলেন, হাত ও আঙ্গুল দেখেই মানুষের শারীরিক ও মানসিক সমস্যাগুলো চিহ্নিত করা হয়। রোগের লক্ষণ মানুষের হাত ও আঙ্গুলের মধ্যেই বিদ্যমান থাকে। তাই চিকিৎসার সময় রোগীর আঙ্গুল ও হাত পরীক্ষা-নিরীক্ষা করা হয়।


বিবার্তা/জিয়া


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com