শিরোনাম
ডায়াপার এর কারণেই র‍্যাশ
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০১৭, ১৬:২৪
ডায়াপার এর কারণেই র‍্যাশ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

আপনি আপনার সোনামণির যত্নে চেষ্টার কোথাও কমতি রাখেন না। তারপরও কিছু হলে, আপনার কেমন লাগে তা একমাত্র আপনিই বোঝেন। আসলেই তো, মায়ের মন বলে কথা! তবে বাচ্চাদের ত্বকের যত্নে না জেনে আমরা বেশকিছু ভুল করে ফেলি। এর প্রভাবে বাচ্চাদের ত্বকে রুক্ষতা, র‍্যাশ সহ নানান সমস্যা দেখা দেয়



ছোট বাচ্চাদের ত্বক হয় অত্যন্ত সংবেদনশীল। তাই তাদের ত্বক রাখতে হয় পরিষ্কার পরিচ্ছন্ন। ডায়াপার বদলানোর পাশাপাশি সে স্থান পরিষ্কার করাও খুব প্রয়োজনীয়। মলমূত্র ত্বকের সংস্পর্শে থেকে সেখানে ইনফেকশন ও র‍্যাশের সৃষ্টি করে। ডায়াপারের কারণে সৃষ্ট র‍্যাশ থেকে শিশুর ত্বককে সুরক্ষিত রাখার কিছু নিয়ম জেনে নিই।


শিশুর ডায়াপার যাতে খুব আঁটসাঁট না হয় তা খেয়াল রাখতে হবে। এতে স্থানটি আবদ্ধ হয়ে থাকে এবং সিক্ত থাকে বাতাস প্রবাহের অভাবে।


টাওয়েল বা বাতাসের সংস্পর্শে ডায়াপার পরিবর্তনের পর শিশুর ত্বককে শুকিয়ে নিন।


প্রতিবার ডায়াপার পরিবর্তনের পর হালকা উষ্ণ পানি দিয়ে স্থানটি পরিষ্কার করুন। এক্ষেত্রে অ্যালকোহলযুক্ত টিস্যু ব্যবহার করা ঠিক নয়।


ডায়াপার দীর্ঘসময় ধরে পরিয়ে রাখা ঠিক নয়। এছাড়া যত দ্রুত সম্ভব অপরিস্কার ডায়াপার বদলে ফেলা উচিত।


র‍্যাশ দেখা দিলে আক্রান্ত স্থানে চিকিৎসকের পরামর্শ নিয়ে অয়েন্টমেন্ট লাগাতে হবে। পেট্রোলিয়াম জেলি ও জিঙ্ক অক্সাইড এর অয়েন্টমেন্ট এক্ষেত্রে ভালো কাজ করে।


অভিভাবক হিসেবে সচেতন থাকলে আর নিয়মিত পরিচ্ছন্ন রাখলে ডায়াপারজনিত র‍্যাশ থেকে শিশুকে ভালো রাখা যাবে খুব সহজেই।


বিবার্তা/শারমিন


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com