শিরোনাম
ঝিনাইদহে ‘বিশ্ব ওয়ান হেলথ ডে’ পালিত
প্রকাশ : ২৬ নভেম্বর ২০১৭, ১৩:৫৮
ঝিনাইদহে ‘বিশ্ব ওয়ান হেলথ ডে’ পালিত
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

‘নিরাপদ বিশ্বের জন্য এক স্বাস্থ্য’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে বিশ্ব ওয়ান হেলথ ডে পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকালে সরকারি ভেটেরিনারি কলেজ থেকে একটি র‌্যালি বের করা হয়।


র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে এসে শেষ হয়। পরে কলেজ অডিটরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়।


কলেজের অধ্যক্ষ ডা: আবদুল হাইয়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম আনোয়ার হোসেন।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিন ড. ইকবাল কবির জাহিদ, সরকারি ভেটেরিনারি কলেজের সাবেক অধ্যক্ষ ডা: লিয়াকত আলী, বর্তমান উপাধ্যক্ষ ড. অমলেন্দু ঘোষ।


বক্তারা বলেন, ওয়ান হেলথ হচ্ছে মানুষ, প্রাণী ও উদ্ভিদের সমন্বিত স্বাস্থ্য। একটিকে বাদ দিয়ে আপরটির কথা চিন্তাও করা যায় না। আমাদের শুধু এই স্লোগানে আবদ্ধ না থেকে, একে বাস্তব রূপ দান করতে হবে। সেজন্য পশু ডাক্তার, মানুষের ডাক্তার, কৃষিবিদ ও পরিবেশবিদদের নিয়ে একত্রে কাজ করতে হবে।


তাই সকলকে প্রাণী ও পরিবেশের স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়ার আহ্বান জানান বক্তারা।


বিবার্তা/কোরবান/জাকিয়া


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com