শিরোনাম
শিশুদের অ্যাজমা রোগে কী করবেন?
প্রকাশ : ২১ নভেম্বর ২০১৭, ১৫:০৯
শিশুদের অ্যাজমা রোগে কী করবেন?
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

শ্বাসকষ্ট, অ্যাজমা বা হাঁপানি যে নামেই ডাকা হোক না কেন, এটি শিশুদের জন্য সর্বাধিক দৃশ্যমান শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যা। দুর্ভাগ্যবশত বাংলাদেশে এর সঠিক রোগ নিরুপণ এবং চিকিৎসা হচ্ছে না। অ্যাজমা নির্মূল করা না গেলেও আধুনিক চিকিৎসার মাধ্যমে একে নিয়ন্ত্রণে রাখা মোটেই অসাধ্য নয়।


আবহাওয়ার পরিবর্তনের সময় শিশুদের বাড়তি যত্ন নেয়া প্রয়োজন। কারণ এ সময় শিশুরা রোগের ঝুঁকিতে থাকে। বিশেষ করে শিশুদের অ্যাজমার সমস্যা থাকলে ঠাণ্ডা আবহাওয়ায় তার প্রকোপ বেড়ে যায়।


হাঁপানি শব্দটির সাথে কমবেশি সকলেই পরিচিত। গ্রীক শব্দ Asthma থেকে বাংলায় হাঁপানি। যার অর্থ হাঁপান বা হাঁ করে শ্বাস নেয়া।


সামান্য একটু ঠাণ্ডা লাগা থেকেই বেড়ে যেতে পারে অ্যাজমা বা হাঁপানি রোগ। তাই এটাকে হালকা ভাবে নেয়ার কোন সুযোগ নেই। সাধারণত শরতের শেষ দিকে থেকে শুরু করে শীত আসার আগে আগেই ঠাণ্ডা লাগা শুরু হয়। এ সময় ফ্লু ও অন্যান্য আবহাওয়া জনিত রোগের প্রকোপ বেড়ে যায়। মূলত আবহাওয়ার পরিবর্তনের কারণেই এইসব রোগ ছড়াতে থাকে এবং হাঁপানি বাড়িয়ে দেয়।


অ্যাজমা/ হাঁপানির লক্ষণ সমূহ
শ্বাস কষ্ট হওয়া, শ্বাস নেয়ার সময় সাঁ সাঁ জাতীয় শব্দ হওয়া, কাশি, দম বন্ধ লাগা।


রোগের কারণ
শ্বাসনালির চার পাশের মাংসপেশি সংকুচিত হয়, ফলে বাতাস চলার পথ সরু হয়ে যায়।


বিভিন্ন রোগজীবাণুর সংক্রমণে শ্বাসনালির ভেতরের স্তরে প্রদাহ হওয়া বা ফুলে ওঠা।


দূষিত বাতাস গ্রহণের ফলেও দিন দিন শিশুদের মধ্যে হাঁপানির প্রকোপ বেড়ে চলছে।


অ্যাজমা সাধারণত বংশগত রোগ। তবে আবহাওয়ার পরিবর্তন, বাড়িঘরের ধুলা-ময়লা, উৎকট গন্ধ বা স্প্রে, সিগারেট বা অন্যান্য ধোঁয়া ইত্যাদি কারণে এই রোগ বাড়তে পারে।


অ্যাজমা নিয়ন্ত্রণে রাখার উপায়


অ্যাজমা আক্রান্ত শিশুর বাবা মায়ের ধূমপান করা উচিত নয়।


অ্যাজমা সর্দি, কাশির মত ছোঁয়াচে রোগ নয়। শিশুর অ্যাজমা হলেও মায়ের বুকের দুধ খেতে কোন বাঁধা নেই। এই রোগ একজন থেকে অন্যজনে ছড়াবে না।


শিশুকে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং ধুলাবালি থেকে দূরে রাখুন।


শিশুকে পুরোনো কাপড় পরানো উচিত নয়। কারণ পুরোনো কাপড়ে ধুলা ময়লা লেগে থাকে। তাই শিশুকে সব সময় পরিষ্কার কাপড় পরানো উচিত।


শিশুকে সাধারণ ব্যায়াম করানোর অভ্যাস করানো। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।


শিশুর অ্যাজমা হলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। চিকিৎসকের পরামর্শ মত চললে এবং ঠিকমত চিকিৎসা করালে রোগ নিয়ন্ত্রণে রাখা যায়।


বিবার্তা/শারমিন


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com