শিরোনাম
‘আর মাদক নয়, এই হোক প্রত্যয়’
প্রকাশ : ১৫ নভেম্বর ২০১৭, ১৭:৪১
‘আর মাদক নয়, এই হোক প্রত্যয়’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

‘আর মাদক নয়, এই হোক প্রত্যয়’, এই শ্লোগানকে সামনে রেখে বুধবার রাজধানীর বারিধারাস্থ প্রত্যয় মেডিকেল ক্লিনিকে আয়োজন করা হয় মাদক প্রতিরোধমূলক একটি সংবাদ সম্মেলনের।


এতে প্রধান অতিথি ছিলেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মূর্তজা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চীফ কন্সালট্যান্ট ডঃ সৈয়দ ইমামুল হোসেন এবং প্রত্যয় মেডিকেল ক্লিনিকের চেয়ারম্যান জনাব নাজমুল হক।


প্রধান অতিথি বলেন, ‘দেশের উন্নয়নের এই মহালগ্নে মাদক একটি জাতীয় সমস্যায় পরিণত হয়েছে।’


প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাদক নির্মূলে দৃঢ় প্রতিজ্ঞার কথা ব্যক্ত করে তিনি বলেন, ‘শুধু আইন করেই মাদক নির্মূল সম্ভব নয়, এর জন্য প্রয়োজন সামাজিক সচেতনতা ও প্রতিরোধের।’


মাশরাফি বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট তথা দেশের উন্নতির ধারক-বাহক যে তরুণরা, সেই তরুণরাই হারিয়ে যাচ্ছে মাদকের অন্ধকারে।’ তিনি সবাইকে মাদকবিরোধী এই আন্দোলনে একাত্মতা ঘোষণার আহ্বান জানান।


ডঃ সৈয়দ ইমামুল হোসেন তাঁর বক্তব্যে মাদক প্রতিরোধে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভূমিকার কথা উল্লেখ করেন।


নাজমুল হক বলেন, ‘আজ মাদক দ্রব্য বাংলাদেশের বৃহত্তম সমস্যা। প্রত্যয় মেডিক্যাল ক্লিনিক এই সমস্যাটি উপলব্ধি করে এবং বিশ্বাস করে যে শুধুমাত্র মাদকের বিরুদ্ধে জনসচেতনতা এবং সর্বাত্মক প্রতিরোধই একমাত্র সমাধানের পথ।’


সংবাদ সম্মেলনে উপস্থিত সকলেই মাদক প্রতিরোধে তাদের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। সংবাদ সম্মেলনে মাদকের বিরুদ্ধে দেশব্যাপী প্রচারাভিযানের উদ্যোগ গ্রহণের মাধ্যমে প্রত্যয় মেডিকেল ক্লিনিক সমাজের সকল স্তরের মানুষকে এই আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানায়।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com