ছোট্ট একটি কুঁড়ি। যার প্রস্ফুটিত হয়ে পৃথিবীর বাগানে স্নিগ্ধতা নিয়ে জেগে থাকার কথা, সে আজ লড়াই করছে বেঁচে থাকার জন্য। নিয়তির নির্মমতায় বেঁচে থাকতে তার প্রয়োজন উন্নত চিকিৎসা এবং মানবিক সাড়া।
বলছি যে নতুন কুঁড়ির কথা, সে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মোছা. শান্তা খাতুন। বয়স এগারো বছর। বর্তমানে গুরুতর অসুস্থ (হার্টের ছিদ্র) হয়ে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে (মিরপুর ১) চিকিৎসা চলছে।
শান্তা ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ছয়খাদা গ্রামের মোহাম্মদ শান্তির কন্যা। শান্তাকে বাঁচাতে দ্রুত অপারেশনের প্রয়োজন। তার চিকিৎসা বাবদ আনুমানিক ৩ লাখ টাকা খরচ হবে
ইতোমধ্যে তার হার্টে এনজিওগ্রাম করানো হয়েছে। হার্টে ছিদ্রের কারণে প্রায়শই দুর্বল ও অজ্ঞান হয়ে যাচ্ছে। শারিরীক চিকিৎসার পরিপ্রেক্ষিতে চিকিৎসক দ্রুত অপারেশনের পরামর্শ দিয়েছেন।
এমতাবস্থায় তার অপারেশনের যাবতীয় খরচ তার বাবার পক্ষে বহন করা সম্ভব নয়। বাবা শান্তির পক্ষে সংসার চালানো যেখানে কষ্টসাধ্য; সেখানে শান্তার চিকিৎসা ব্যয় বহন করা তার পক্ষে অসম্ভব।
শান্তা এই সুন্দর পৃথিবীতে বাঁচতে চায়। বাঁচার আশায় সমাজের বিত্তশালী ও দানশীল মানুষের কাছে আর্থিক সাহায্য চেয়েছেন তার বাবা।
আপনার আর্থিক সাহায্য পেলে শান্তা ফিরে পেতে পারেন নতুন জীবন।
সাহায্য পাঠানোর ঠিকানা:
যোগাযোগ: পিতা মো: শান্তি
বিকাশ: ০১৭৮৭২৯৯৪০৬ (শান্তার বাবা)
হিসাবের নাম:মো.শান্তি
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]