'ডায়াবেটিস সমিতির সেবার মান উন্নত করতে হবে'
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৪, ১৫:২৪
'ডায়াবেটিস সমিতির সেবার মান উন্নত করতে হবে'
জামালপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জামালপুর ডায়াবেটিস সমিতির সেবার মান বাড়িয়ে উন্নত ও জনকল্যাণমুখী স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন জামালপুর জেলা সিভিল সার্জন ডা. ফজলুল হক।


১৪ নভেম্বর, বৃহস্পতিবার সকালে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে জামালপুর জেলা ডায়াবেটিস সমিতির আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


ডা. ফজলুল হক বলেন, ইতিপূর্বে সেবার মানের কথা না ভেবে ভবিষ্যতে কীভাবে সমিতির সেবার মান বাড়ানো যায়, সেই চিন্তা করতে হবে সমিতিকে। ডায়াবেটিস এমন একটি রোগ, নিয়ন্ত্রণ না থাকলে যার মাধ্যমে শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গে অসুখ হতে পারে। মানুষ যেন এই স্বাস্থ্য সেবা নিতে এসে কোনো বিড়ম্বনা ও হয়রানি না হয়। চিকিৎসা সেবা যেন সহজলভ্য হয় সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে।


জামালপুর ডায়াবেটিস সমিতির হলরুমে সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ তরিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেস আলী মামুন, জামালপুর জেনারেল হাসপাতালের প্যাথলোজি বিভাগের প্রধান ডা. তারিকুল ইসলাম ও জেলা জামায়াতে সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল আওয়ালসহ সমিতির সদস্য ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।


এছাড়াও আলোচনা সভায় জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেস আলী মামুনসহ অন্যান্য গণমাধ্যম কর্মীরা জামালপুর ডায়াবেটিস সমিতির বিভিন্ন অনিয়ম তুলেন ধরে সমিতিটিকে রাজনৈতিক দুর্বৃত্তায়ন মুক্ত এবং সমিতির সেবার মান বাড়িয়ে জনকল্যাণমুখী স্বাস্থ্য সেবা নিশ্চিত করার দাবি জানান।


বিবার্তা/ওসমান/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com