
চুয়াডাঙ্গায় আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে নিউমোনিয়া আক্রান্ত শিশু রোগীর সংখ্যা। প্রতিদিন জেলা সদর হাসপাতালে অসংখ্য রোগী ভর্তি হচ্ছে। তিল পরিমাণ জায়গা নেই হাসপাতালের শিশু বিভাগে।
দৈনিক জ্বর, ঠান্ডা, কাশিতে আক্রান্ত হয়ে অন্তত হাজার খানেক শিশু রোগী চিকিৎসা নিচ্ছেন। একইসাথে রোগীর চাপ রয়েছে হাসপাতালের বহির্বিভাগেও। আবহাওয়ার পরিবর্তনের কারণে শিশুদের অতিরিক্ত যত্ন ও অভিভাবকদের সচেতনতার পরামর্শ দিয়েছেন শিশু বিশেষজ্ঞ চিকিৎসকেরা।
হাসপাতালের শিশু ওয়ার্ড সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, শিশু ওয়ার্ডের মোট ভর্তি হয়েছে সাড়ে ৪শ' শিশু রোগী। এর মধ্যে ৫০ শতাংশই নিউমোনিয়া আক্রান্ত। সদর হাসপাতালের পুরোনো ভবনে অবস্থিত শিশু ওয়ার্ডে তিল ধারণের ঠাঁই নেই। ভবনের কলাপসিবল গেট পর্যন্ত পাটি বিছিয়ে চিকিৎসা নিচ্ছে শিশু রোগীরা৷
একদিকে শিশু রোগীদের যেমন চাপ, তেমনই লোকবল সংকটের কারণে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন সেবিকা ও চিকিৎসকরা৷
শিশু ওয়ার্ডের সেবিকারা জানান, আবহাওয়া পরিবর্তনের কারণে গত কয়েক বছরের তুলনায় এবার অতিরিক্ত শিশু রোগীর সংখ্যা বাড়ছে। ওয়ার্ডে পা ফেলার জায়গা নেই। একদিকে লোকবল সংকট অপরদিকে রোগীদের চাপ সামলাতে প্রচুর বেগ পেতে বেগ পেতে হচ্ছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ছেলের চিকিৎসা নিতে আসা সফিক নামে এক ব্যক্তি বলেন, চার দিন আগে আমার ছেলে প্রচণ্ড জ্বর ও ঠাণ্ডায় আক্রান্ত হলে দু-দিন আগে হাসপাতালে ভর্তি করাই। চিকিৎসকরা জানিয়েছেন, ছেলে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে।
চিকিৎসা সেবা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে তিনি আরও বলেন, আগের তুলনায় চিকিৎসা সেবা ভালো এখন। কোনো সমস্যা হলে নার্সদের ডাকার সঙ্গে সঙ্গে এসে সেবা দিচ্ছেন। চিকিৎসকরাও অনেক আন্তরিক।
হাসপাতালের শিশু বিশেষজ্ঞ চিকিৎসকরা জানান, আবহাওয়া পরিবর্তনের কারণে সদর হাসপাতালে চিকিৎসা নেয়া শিশু রোগীদের মধ্যে নিউমোনিয়ায় আক্রান্তের সংখ্যা ৫০ শতাংশ৷ বাচ্চাদের মায়েদের বুকের দুধ বেশি বেশি খাওয়াতে হবে। ৬ মাসের বড় বাচ্চাদের অন্যান্য খাবার দিতে হবে। এ সময় শিশুদের যত্ন বা অভিভাবকরা সচেতন না হলে শিশুদের বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। এ সময় বাচ্চাদের ব্যাপারে মায়েদের অধিক সতর্ক রাখতে হবে।
বিবার্তা/আসিম/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]