
আজ শনিবার (১২ অক্টোবর) বায়ুদূষণের শীর্ষে রয়েছে ইরাকের বাগদাদ নগরী। তবে দূষণমাত্রার দিক থেকে তালিকায় রাজধানী ঢাকার অবস্থান ২৪তম। এই শহরটির দূষণ স্কোর ৮৮ অর্থাৎ এখাকানকার বাতাস মাঝারি বা ‘ভালো’ মানের।
শনিবার (১২ অক্টোবর) সকাল ৮টা ৩৭মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।
তালিকার শীর্ষে অবস্থান করা বাগদাদ শহরের বায়ুর মানের স্কোর হচ্ছে ২১৯ অর্থাৎ সেখানকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে।
তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়। এই শহরটির দূষণ স্কোর ২০১ অর্থাৎ সেখানকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে।
তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। এই শহরটির দূষণ স্কোর ১৯৮ অর্থাৎ সেখানকার বাতাসের মানও ‘অস্বাস্থ্যকর’। এরপর চতুর্থ অবস্থানে রয়েছে পাকিস্তানের আরেকটি শহর করাচি। এরপরে রয়েছে কুয়েত সিটি। ষষ্ঠ নম্বরে রয়েছে ভারতের দিল্লি।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]