কচ্ছপের গতিতে আগাচ্ছেন স্বাস্থ্য উপদেষ্টা: ডা. জাহিদ
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১৫:১৮
কচ্ছপের গতিতে আগাচ্ছেন স্বাস্থ্য উপদেষ্টা: ডা. জাহিদ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

স্বাস্থ্য উপদেষ্টা কচ্ছপের গতিতে আগাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। এছাড়া মানুষের আশা-আকাঙ্ক্ষার দ্রুত বাস্তবায়ন না করলে জনগণ অন্তর্বর্তী সরকারে ওপর ফুঁসে উঠতে পারে বলেও মন্তব্য করেন তিনি।


বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন স্বাস্থ্যখাতকে দুর্নীতি মুক্ত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।


২৭ সেপ্টেম্বর, শুক্রবার মহাখালীতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।


তিনি বলেন, জনগণের কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণে নির্বাচিত সরকার পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন নেই।


এ সময় স্বাস্থ্য উপদেষ্টা কচ্ছপের গতিতে আগাচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।


জাহিদ হোসেন বলেন, ১৭ বছর স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করা হয়েছে । সর্বত্র আওয়ামী লীগের প্রেতাত্মারা বসে আছে। দুর্নীতির সঙ্গে জড়িতদের অপসারণ করা না হলে স্বাস্থ্য খাতে শৃঙ্খলা ফেরানো সম্ভব নয়।


বিগত সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় পেশাগতভাবে ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকর্মীদের পুনর্বাসনের দাবিও জানান তিনি।


বিবার্তা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com