শিরোনাম
২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৬১৫, মৃত্যু ১
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২০:৩২
২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৬১৫, মৃত্যু ১
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬১৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর এই প্রথম একদিনে এতো রোগী হাসপাতালে ভর্তি হলেন। এছাড়া এডিস মশাবাহী এই রোগে মারা গেছেন একজন। ফলে চলতি বছরে মশাবাহিত রোগটিতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৭।


৯ সেপ্টেম্বর, সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।


প্রতিবেদনে বলা হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৬১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার ৩১২ জন রয়েছেন। এছাড়াও ঢাকা বিভাগে ১০৪ জন, চট্টগ্রাম বিভাগে ৯৪ জন, বরিশাল বিভাগে ২৪, খুলনা বিভাগে ৬০ জন, ময়মনসিংহ বিভাগে ৬ জন, রাজশাহী বিভাগে ১৩ এবং রংপুর বিভাগে ২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।


চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১৬ হাজার ২৮৫ জন। যাদের মধ্যে ৬১ দশমিক ৬০ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ৪০ শতাংশ নারী। এছাড়া এখন পর্যন্ত মৃত ৯৭ জনের মধ্যে ৫১ দশমিক ৫০ শতাংশ নারী এবং ৪৮ দশমিক ৫০ শতাংশ পুরুষ।


বিবার্তা/এমজে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com