
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও একজন মারা গেছেন। এছাড়া সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৪৯ জন।
মঙ্গলবার দেশের ডেঙ্গু পরিস্থিতির এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টারের তথ্য অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৬৫ জন। তাদের মধ্যে মারা গেছেন ৭৫ জন।
অধিদপ্তরের হিসেবে, গত এক দিনে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকা মহানগরে ৯৫ জন ও ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ২০ জন রয়েছে। এ ছাড়া চট্টগ্রামে ৭৮ জন, খুলনায় ১৯ জন, বরিশালে ১৯ জন, ময়মনসিংহে ১১ ও রাজশাহী বিভাগে সাতজন রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, চলতি বছর ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৬১.২ শতাংশ পুরুষ এবং ৩৮.৮ শতাংশ নারী।
মৃতদের মধ্যে ৫২ শতাংশ নারী এবং ৪৮ শতাংশ পুরুষ।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]