
মাথাচাড়া দিতে শুরু করেছে ডেঙ্গু। রাজধানীর হাসপাতালগুলোতে ভর্তি রোগীর বেশিরভাগ ঢাকার বাইরে থেকে আসায় বাড়ছে উদ্বেগ।
মঙ্গলবার (১৬ জুলাই) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আর ১১০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। যদিও গত ২৪ ঘণ্টায় কারো ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি। এর আগে সোমবার ডেঙ্গুতে ২ জনের মৃত্যু এবং আক্রান্ত হয়েছিলেন ১১২ জন। সব মিলিয়ে জুলাইয়ের ১৬ দিনে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৬ জনের এবং মোট আক্রান্ত হয়েছে ১ হাজার ১৩৭ জন।
স্বাস্থ্য অধিদফতরের থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে বলায় হয়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন ৪১৭ জন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি ২২৭ জন এবং ঢাকার বাইরে রয়েছেন ১৯০ জন।
আর গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১ জন, চট্রগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৬ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৯ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২ জন এবং ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১ জন রয়েছেন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট ৭৫ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এই নিয়ে চলতি বছরে মোট ৪ হাজার ৩২১ জন ছাড়পত্র পেয়েছেন।
অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৭৮৮ জন। আর এ বছরে ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৫০ জনের। মৃতদের মধ্যে ৪৬ শতাংশ পুরুষ এবং জন ৫৪ শতাংশ মহিলা রয়েছেন।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]