রাজধানীতে আবারও অ্যানেস্থেসিয়ায় রোগী মৃত্যুর অভিযোগ
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৪, ১০:৩৭
রাজধানীতে আবারও অ্যানেস্থেসিয়ায় রোগী মৃত্যুর অভিযোগ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর মোহাম্মপুরের ইস্টার্ন কেয়ার হাসপাতালের বিরুদ্ধে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে। স্বজনদের দাবি, দুর্ঘটনায় পা ভাঙা রোগীকে ভালো চিকিৎসার প্রলোভন দেখিয়ে রাজধানীর পঙ্গু হাসপাতালের ডাক্তারদের যোগসাজসে ভর্তি করা হয় ইস্টার্ন কেয়ার হাসপাতালে। সেখানে অপারেশনের আগে ভুলভাবে অ্যানেস্থেসিয়ায় রোগীর মৃত্যু হয়েছে। তবে এ বিষয়ে মুখ খোলেনি হাসপাতাল কর্তৃপক্ষ।


স্বজনরা জানান, রবিবার (৩১ মার্চ) বিকেলে অপারেশনের মাত্র কয়েক ঘণ্টা আগে শামীম আহমেদ স্বাভাবিকভাবে কথাবার্তা বলেন। কিন্তু অ্যানেস্থেসিয়া প্রয়োগের পর তার মৃত্যু হয়।


এর আগে বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে মিরপুর কালশী এলাকায় হেঁটে রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেলের ধাক্কায় পায়ে আঘাত পেয়ে ভর্তি হন সরকারি পঙ্গু হাসপাতালে। সেখানে জানানো হয় বাম পায়ের হাড় ভেঙে গেছে শামীমের। করতে হবে অপারেশন। কিন্ত অপারেশনের সিরিয়াল দেয়া হয় ঈদের পর। স্বজনরা দ্রুত অপস্ত্রোপচার করতে চাইলে পঙ্গু হাসপাতালের এক চিকিৎসক পাঠিয়ে দেন লাল মাটিয়ার ইস্টার্ন কেয়ার হাসপাতালে।


স্বজনরা বলছেন, পঙ্গু হাসপাতালে অপারেশন করালে সিরিয়াল অনেক দেরিতে পাওয়া যাবে বলে জানানো হয়। এতে রোগীর সমস্যা হতে পারে। তাই কম খরচে প্রাইভেট হাসপাতালে অপরারেশন করিয়ে দেয়া হবে বলে জানান এক চিকিৎসক। তার রেফারেন্সে ইস্টার্ন কেয়ার হাসপাতালে ভর্তি হয়।


হাসপাতালটিতে শামীম ভর্তি হন শনিবার (৩০ মার্চ)। অপারেশনের জন্য সময় নির্ধারণ হয় রোববার বিকেলে। স্বজনরা জানান, অপারেশনের আগে সব পরীক্ষা-নিরীক্ষা শেষে শামীমকে স্বাভাবিক বলে জানান চিকিৎসক। অপারেশন থিয়েটারে নেয়ার আগে দেয়া হয় অ্যানেস্থেসিয়া। পরে অপারেশন থিয়েটারে না ঢুকিয়ে হুট করে নেয়া হয় আইসিইউতে। এর ঘণ্টাখানেক পর তাদের জানানো হয় হার্ট অ্যাটাকে মারা গেছেন শামীম আহমেদ।


স্বজনদের অভিযোগ, অ্যানেস্থেসিয়ার ভুল প্রয়োগে মৃত্যু হয়েছে শামীমের। চিকিৎসকদের কথা ও লেখায় মিল নেই। তারা তৈরি করা প্রতিবেদনের সঙ্গে মুখের কথারও কোনো মিল নেই। তাই অবশ্যই ভুল চিকিৎসার কারণে মারা গেছেন শামীম।


এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি হাসপাতাল কর্তৃপক্ষ।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com