২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু
প্রকাশ : ২৩ মার্চ ২০২৪, ২১:৪৭
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মার্চ মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু হলো। আর চলতি বছর এডিস মশাবাহিত এই রোগে মৃত্যু হলো ২২ জনের।


২৩ মার্চ, শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত) ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪ জন। তাদের মধ্যে ঢাকার হাসপাতালগুলোয় দুজন ও ঢাকার বাইরের হাসপাতালগুলোয় দুজন ভর্তি হন।


চলতি বছর দেশে এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে ১ হাজার ৬২০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে পুরুষ ১ হাজার ২৯ জন ও নারী ৫৯১ জন।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব ব্যাপকভাবে শুরু হয় ২০০০ সালে। ২০০০ থেকে ২০২২ সাল পর্যন্ত ২ লাখ ৪৪ হাজার ২৪৬ জন এ রোগে আক্রান্ত হন। এ সময় মারা যান ৮৫৩ জন। তবে ডেঙ্গুর এসব রেকর্ড ভেঙে যায় গত বছর (২০২৩)। গত বছর মোট মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের, আক্রান্তের সংখ্যা ছিল ৩ লাখ ২১ হাজারের বেশি।


বিবার্তা/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com