
থানচি উপজেলা দারিদ্র গ্রামবাসীদের জন্য আর্থ-সামাজিক উন্নয়ন প্রকল্পের আওতায় প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
৯ মার্চ, শনিবার সকাল ১০ টায় শুরু হয় ফ্রি মেডিকেল ক্যাম্প। এসময় বিভিন্ন এলাকা থেকে চিকিৎসা নিতে আসে শিশু, বৃদ্ধ, নারী ও পুরুষ।
এলাকাবাসী ও চিকিৎসা নিতে আসা রোগীরা জানান, দুর্গম এলাকায় অনেক অসহায় দরিদ্র রোগীরা শহরে গিয়ে চিকিৎসা নিতে পারে না। তাই এমন উদ্যোগ আগামীতেও নেয়া হলে এলাকার অনেক গরীব-অসহায় রোগীরা চিকিৎসা সেবা পাবে। এধরনের উদ্যোগের জন্য তারা বিএনকেএসকে ধন্যবাদ জানান।
আয়োজকরা বলেন, দুর্গম এলাকা হওয়ায় চিকিৎসার জন্য শহরে গিয়ে চিকিৎসা করতে হয়। তাই সেসব কথা চিন্তা করে আজকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। আগামীতে এরকম বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে আরও ফ্রি মেডিকেল ক্যাম্প করা হবে বরেো জানান তারা।
ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানচি উপজেলা চেয়ারম্যান থোয়াই হ্লামং মার্মা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. মেহরাব হোসেন, ডা. উবা থোয়াই মার্মা বিএনকেএস কমপ্লেক্স ও থানচি স্বাস্থ্য কমপ্লেক্সে কমিউনিটি মেডিকেল অফিসার ঋতুপন্ন চাকমা।
বিবার্তা/হ্লাসিং/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]