
নড়াইলে স্বাস্থ্য বিভাগের অভিযানে ল্যাবস্টার ডায়াগনস্টিক সেন্টারে কোন টেকনিশিয়ান না থাকাসহ বিভিন্ন অব্যবস্থাপনার কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া বিশ্বাস ডায়াগনস্টিক সেন্টারের হরমোন পরীক্ষার অনুমোদন না থাকলেও তারা হরমোন পরীক্ষা করার কারণে মেশিন জব্দ করা হয়। নাঈমা সার্জিক্যাল ক্লিনিকে চিকিৎসক না থাকা, সেবিকাদের জন্য আলাদা রুম না থাকাসহ চরম অব্যবস্থাপনা থাকলেও তাকে সতর্ক করেন।
রবিবার (৩মার্চ) বিকালে সদর হাসপাতাল এলাকায় নড়াইল স্বাস্থ্য বিভাগের সিভিল সার্জন ডা. সাজেদা বেগম পলিন এ অভিযান পরিচালনা করেন। এসময় সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মিযানূর রহমান উপস্থিত ছিলেন
সিভিল সার্জন ডা. সাজেদা বেগম পলিন বলেন, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হচ্ছে। সরকারি ১০টি নির্দেশনা প্রতিপালন করা হচ্ছে কিনা তা দেখা হচ্ছে। আমরা তিনটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছি। এর মধ্যে ল্যাবস্টার ডায়াগনস্টিক সেন্টারকে বন্ধ ঘোষণা করা হয়েছে। অন্যদের সরকারি নির্দেশনা মেনে চলার জন্য বলা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বিবার্তা/শরিফুল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]