ঢাকা ট্রমা সেন্টার ও স্পেশালাইজড হাসপাতাল বন্ধের নির্দেশ
প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০১:০১
ঢাকা ট্রমা সেন্টার ও স্পেশালাইজড হাসপাতাল বন্ধের নির্দেশ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

রাজধানীর শ্যামলীর ঢাকা ট্রমা সেন্টার ও স্পেশালাইজড হাসপাতাল বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।


বুধবার (২৮ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে দুটি টিম রামপুরা, মিরপুর ও মোহাম্মদপুরে বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে অভিযান চালায়।


বন্ধ করা প্রতিষ্ঠানগুলো হলো- মোহাম্মদপুরের ইকবাল রোডের কেয়ার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার, শ্যামলীর ঢাকা ট্রমা সেন্টার ও স্পেশালাইজড হাসপাতাল এবং উত্তরা হাই কেয়ার হাসপাতালের হাইকেয়ার নিউরো ও কার্ডিয়াক হাসপাতাল। এসব প্রতিষ্ঠানের লাইসেন্স না থাকায় বন্ধ করা হয়েছে।


এছাড়া বিভিন্ন অনিয়মের কারণে শ্যামলীর হাইকেয়ার অর্থোপেডিক্স ও জেনারেল হাসপাতালকে শোকজ করা হয়েছে। শ্যামলীর ইসলাম ডায়াগনস্টিক সেন্টারের কালার কোডেড বিন সঠিক না থাকায় মৌখিকভাবে সর্তক করা হয়েছে। বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের তথ্য কর্মকর্তার নাম ও ছবি টানাতে বলা হয়েছে।


এদিন আরও পরিদর্শন করা হয়, লুবানা হাসপাতাল, উত্তরা ল্যাব এইড ডায়াগনস্টিক, উত্তরা ইবনে সিনা ডায়াগনস্টিক।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com