শিরোনাম
পান্তা ভাতেরও গুণ আছে
প্রকাশ : ২৫ আগস্ট ২০১৬, ১২:০৬
পান্তা ভাতেরও গুণ আছে
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+
বলা হয়ে থাকে পান্তা ভাতের সঙ্গে লবণ, পোড়া মরিচ আর আলুভর্তায় স্বাদের পূর্ণতা পায় বাঙালি। কিন্তু অনেকেই আবার পান্তার চেয়ে ভাত খেতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। পুষ্টিগুণের বিচারে পান্তা এবং ভাতের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই।


বৈজ্ঞানিক পরীক্ষায় পাওয়া তথ্য অনুযায়ী,

● ১০০ গ্রাম পান্তায় (১২ ঘণ্টা পর) ৭৩ দশমিক ৯১ মিলিগ্রাম আয়রন থাকে, গরম ভাতে সেখানে মাত্র ৩ দশমিক ৪ মিলিগ্রাম।


● ১০০ গ্রাম পান্তায় ৩০৩ মিলিগ্রাম সোডিয়াম, ৮৩৯ মিলিগ্রাম পটাশিয়াম এবং ৮৫০ মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে। গরম ভাতে ক্যালসিয়াম মাত্র ২১ মিলিগ্রাম।


● প্রায় ১২ ঘণ্টা পানিতে ভিজে থাকায় স্বল্প অ্যালকোহলের উপস্থিতির জন্য পান্তা খেয়ে বেশ ঝিমুনি ভাব আসে। সবচেয়ে বড় কথা পান্তা শরীর ঠান্ডা রাখে এই গরমে।


ভাতের গুণাগুণ

● দেহে শক্তি জোগায়, মাংসপেশিকে বলিষ্ঠ করে।


● রোগজীবাণুর সঙ্গে দূরত্ব বাড়ায়।


● ভিটামিন ‘বি’ বেরিবেরি রোগ প্রতিরোধ করে।


●শরীরের স্নায়ুগুলোকে শক্তিশালী করে তোলে।


● ভাতের শর্করা দেহের প্রতিটি রক্তকণিকাকে করে বেশি কার্যকর।


পান্তা ভাতের গুণাগুণ

● মানবদেহের জন্য উপকারী বহু ব্যাকটেরিয়া পান্তার মধ্যে বেড়ে ওঠে।


● পেটের পীড়া ভালো হয় এবং শরীরে তাপের ভারসাম্য বজায় থাকে।


● রক্তচাপ স্বাভাবিক থাকে।


● অঙ্গপ্রত্যঙ্গ সবল হয় এবং মেজাজ ভালো থাকে।


● অ্যালার্জিজনিত সমস্যা প্রশমিত হয় এবং ত্বক ভালো থাকে।


● সব রকম আলসার দূরীভূত হয়।


● শরীরে রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায়।


বিবার্তা/জিয়া


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com