
করোনার দক্ষিণ আফ্রিকান ভেরিয়েন্ট ‘ওমিক্রন’ -এর কমিউনিটি ট্রান্সমিশন ঘটেছে। ভয়াবহ এ ভাইরাস একটু একটু করে ‘ডেল্টা’র জায়গা দখল করছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
রবিবার (২৩ জানুয়ারি) দুপুরে কভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান সংস্থাটির মুখপাত্র অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম।
তিনি বলেন, এখন সিজনাল যে ফ্লু হচ্ছে তার সঙ্গে ওমিক্রনের মিল রয়েছে। ওমিক্রনের যে উপসর্গগুলো আছে, শতকরা ৭৩ শতাংশ মানুষের নাক দিয়ে পানি ঝরছে। ৬৮ শতাংশ মানুষের মাথা ব্যথা করছে। ৬৪ শতাংশ রোগী অবসন্ন-ক্লান্তি অনুভব করছে। ৭ শতাংশ রোগী হাঁচি দিচ্ছে। গলা ব্যথা হচ্ছে ৭ শতাংশ রোগীর। ৪০ শতাংশ রোগীর কাশি হচ্ছে। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে।
নাজমুল ইসলাম বলেন, গত তিন-চার মাসের তুলনায় হাসপাতালে করোনা রোগীর সংখ্যা ক্রমাগত বাড়ছে। তাদের মধ্যে কেউ কেউ ভর্তি হচ্ছে। স্বাস্থ্যবিধি না মেনে নিজেদের মতো চলাচল করায় ক্রমাগত করোনা রোগীর সংখ্যা বাড়ছে এবং তা হাসপাতালের শয্যা সংখ্যার ওপর চাপ তৈরি করছে।
বিবার্তাা/আবদাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]