শিরোনাম
তেজপাতা দিয়ে দাঁত ঝকঝকে সাদা করুন
প্রকাশ : ২২ জানুয়ারি ২০১৭, ০৮:২৩
তেজপাতা দিয়ে দাঁত ঝকঝকে সাদা করুন
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

দাঁতকে ঝকঝকে সুন্দর করার জন্য কত কিছুই না করেন আপনি। দামি টুথপেস্ট থেকে শুরু করে ডেন্টিস্টের কাছে দামি ট্রিটমেন্ট, সবই কেবল হলদে দাঁতগুলোকে সাদা করার জন্য। না, আজ থেকে আর কিছুই করতে হবে না, সাধারণ তেজপাতা দিয়েই প্রাকৃতিক উপায়ে সুন্দর করে নিতে পারবেন আপনি আপনার দাঁতগুলো? কীভাবে? চলুন, জেনে নিন দাঁত সুন্দর করতে তেজপাতা ব্যবহারের প্রণালি।


দাঁত সাদা করতে তেজপাতা দারুণ উপকারী, তবে এই তেজপাতাকে মেশাতে হবে কোন টক ফলের সাথে। যেমন ধরুন কমলা বা লেবুর খোসা।


যা যা লাগবে


● তেজপাতা ৪টি (কাঁচা বা শুকনো সব রকমেই হবে)


● কমলা ও লেবুর খোসা (তেজপাতার সম পরিমাণ)


● মুখে দুর্গন্ধের সমস্যা বা মাড়িতে ব্যথা থাকলে লবঙ্গ ২/৩ টি


প্রণালি


● তেজপাতা বেটে নিন বা মিহি গুঁড়ো করে নিন।


● কমলা বা লেবুর খোসা শুকিয়ে লবঙ্গের সাথে মিশিয়ে গুঁড়ো করে নিন।


● সব উপকরণ সামান্য লবণ সহযোগে একত্রে মিশিয়ে নিন।


● ফলের খোসা শুকিয়ে নেয়া জরুরি। কাঁচা অবস্থায় দাঁতের ক্ষতি করবে।


ব্যবহার বিধি


এই গুঁড়োটি সামান্য পানির সাথে মিশিয়ে সপ্তাহে ৩ দিন দাঁত মাজুন। রোজ মাজার প্রয়োজন নেই, এতে দাঁতের ক্ষতি হতে পারে। দাঁতের হলদে ভাবের ওপর নির্ভর করে সপ্তাহে দুই থেকে তিন বার ব্যবহার করাই যথেষ্ট।


সূত্র: Herbs to whiten your teeth naturally, stethnews.com


বিবার্তা/জিয়া


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com