শিরোনাম
পুলিশের মাদক নিরাময় কেন্দ্রে বিনামূল্যে টেলিমেডিসিন সেবা চালু
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২১, ১৮:১৭
পুলিশের মাদক নিরাময় কেন্দ্রে বিনামূল্যে টেলিমেডিসিন সেবা চালু
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট পরিচালিত মাদকাসক্তি নিরাময় ও মানসিক স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র ওয়েসিসে বিনামূল্যে টেলিমেডিসিন সেবা চালু করা হয়েছে।


আজ সোমবার (১৮ অক্টোবর) পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া অ্যান্ড পিআর) মো. কামরুজ্জামানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের ঐকান্তিক প্রচেষ্টায় ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে গড়ে তোলা হয়েছে এ মাদকাসক্তি নিরাময় কেন্দ্র। ৬০ শয্যার এ কেন্দ্রে তুলনামূলক কম খরচে বিশ্বমানের সেবার ব্যবস্থা রয়েছে।


ওয়েসিসে সপ্তাহে সাতদিন ২৪ ঘণ্টা বিনামূল্যে টেলিমেডিসিন সেবা চালু করা হয়েছে। দায়িত্বরত চিকিৎসক এবং মনোরোগ বিশেষজ্ঞরা এ সেবা দেবেন।


বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, মাদকাসক্তি নিরাময় ও মানসিক স্বাস্থ্য সম্পর্কিত পরামর্শ পেতে কেন্দ্রের ০১৩২০-২২৫৬৫৬ নম্বরে যোগাযোগ করা যাবে।


বিবার্তা/শাহিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com