শিরোনাম
হাসপাতালে রোগীর চাপ, ফাঁকা নেই বেড-আইসিইউ
প্রকাশ : ০১ আগস্ট ২০২১, ১১:৫৫
হাসপাতালে রোগীর চাপ, ফাঁকা নেই বেড-আইসিইউ
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর হাসপাতালগুলোতে গেল ঈদের পর থেকে রোগীর চাপ দ্বিগুণেরও বেশি বেড়েছে। গত কয়েক দিন ধরে সরকারি করোনা হাসপাতাল ও করোনা ইউনিটে কোনো বেড ও আইসিইউ ফাঁকা নেই। এ সব হাসপাতলে শুধুমাত্র রোগীর ছুটি হলে নতুন রোগী ভর্তি করানো যাচ্ছে। তবে এই অবস্থা শুধু ঢাকায় না, দেশের অন্য বড় শহরগুলোতেও।


রাজশাহীর বিভিন্ন উপজেলা থেকে রাজশাহী মেডিকেলে ও চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রোগীরা চলে আসছে। এভাবে বড় বড় শহরের মেডিকেল কলেজ হাসপাতালে আশেপাশের উপজেলা ও গ্রাম থেকে রোগীরা চলে আসছে।


স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল) ডা. ফরিদ হোসেন মিয়া জানান, ঢাকায় বর্তমানে গ্রামের রোগীর সংখ্যাই বেশি। ঢাকায় অনেকে আক্রান্ত হচ্ছেন। কিন্তু এখানকার রোগীদের মধ্যে জটিলতা কম। ঢাকার রোগীদের হাসপাতালে ভর্তিও কম হতে হচ্ছে। কারণ এখানকার মানুষ টিকাও বেশি নিয়েছে।


ঢাকা উত্তর সিটি করপোরেশন ডেডিকেটেড কভিড-১৯ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. নাসির উদ্দিন বলেন, রোগীর চাপ বেড়েছে। আমাদের এখানে ৫০০ এক্সক্লুসিভ বেড, যেখানে অক্সিজেন, আইসিইউ ও এইচডিও আছে, সে বেডগুলো ভরে গেছে। এখন ৫০০ বেডের বিপরীতে ৫৭০-৫৮০’র মতো রোগী রাখতে হচ্ছে।


উল্লেখ্য, দেশে গতকাল করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২১৮ জন। এ ছাড়া একই সময়ে ভাইরাসটিতে নতুন করে শনাক্ত হয়েছেন ৯ হাজার ৩৬৯ জন। এ নিয়ে এখন পর্যন্ত মৃত্যু ২০ হাজার ৬৮৫ এবং শনাক্ত হয়েছে ১২ লাখ ৪৯ হাজার ৪৮৪ জন। গতকাল রোগী শনাক্তের হার ছিলো ৩০ দশমিক ২৪ শতাংশ এবং এখন পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ১৪ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ২৯ এবং মৃত্যুর হার ১ দশমিক ৬৬ শতাংশ।


বিবার্তা/বিআর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com