শিরোনাম
ভ্যাকসিন গ্রহণকারীরা সবাই সুস্থ আছেন : স্বাস্থ্যমন্ত্রী
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২১, ১৬:১২
ভ্যাকসিন গ্রহণকারীরা সবাই সুস্থ আছেন : স্বাস্থ্যমন্ত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, যারা ভ্যাকসিন নিয়েছেন তারা সবাই সুস্থ আছেন। তাই ভ্যাকসিন নিয়ে আতঙ্ক অনেকটাই কেটে গেছে। অ্যাপে যারা নিবন্ধন করতে পারবেন না তারা টিকা কেন্দ্রে গিয়ে নিবন্ধন করতে পারবেন বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।


বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভ্যাকসিন কেন্দ্র পরিদর্শন করে তিনি এ কথা বলেন।


উৎসবমুখর পরিবেশে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ একযোগে রাজধানীর পাঁচটি হাসপাতালে দেয়া হচ্ছে করোনার ভ্যাকসিন। এরইমধ্যে টিকা নিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ, স্বাস্থ্যসচিব আবদুল মান্নানসহ স্বনামধন্য বেশ কয়েকজন চিকিৎসক। দ্বিতীয় দিনে স্বাস্থ্যকর্মীসহ মোট ৫৬০ জনের টিকা নেয়ার কথা রয়েছে।


দেশে করোনা টিকা কার্যক্রম উদ্বোধনের পরদিন দেশের পাঁচটি হাসপাতালে একযোগে শুরু হয় এ কার্যক্রম। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনার টিকাদান কেন্দ্রে সকাল নয়টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া প্রথম নিজে টিকা নিয়ে শুরু করেন দিনের কার্যক্রম।


এখানে মোট আটটি বুথে প্রতিটিতে দুটি করে টেবিল রাখা হয়েছে। প্রথমে রেজিস্ট্রেশন পয়েন্টে গিয়ে নির্ধারিত ফরম পূরণ করে ভ্যাকসিন বুথে গিয়ে টিকা নেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। ঘণ্টা যেতে না যেতেই যেন উপচেপড়া ভিড় দেখা যায়। টিকা কেন্দ্র যেন উৎসবের কেন্দ্রে পরিণত হয়। দিনের শুরুতে নির্ধারিত ২০০ জনের কোটা পূরণ না হলেও কিছুক্ষণের মধ্যে তালিকা ছাড়িয়ে যায় লক্ষ্যমাত্রায়।


ফ্রন্টলাইনার হিসেবে এ কর্মসূচিতে অংশ নিয়ে স্বস্তির কথা জানিয়ে জনসাধারণকে আশ্বস্ত করেন তারা। প্রথম দফাতেই করোনার টিকা নিতে পেরে প্রতিক্রিয়া জানান তারা।


উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, কোনো ধরনের ব্যথা বা চুলকানি নেই। কোনো ধরনের সমস্যা নেই।


১১টা নাগাদ মন্ত্রিপরিষদের প্রথম কোনো সদস্য হিসেবে টিকা নেন আইসিটি প্রতিমন্ত্রী। পলক বলেন, টিকা কার্যকম সঠিক ও সুন্দরভাবে করা হচ্ছে, সেটা নিয়ে মিথ্যা গুজব সৃষ্টি করে, দেশের মানুষকে বিভ্রান্ত না করে তার জন্য অনরোধ করছি। মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে, মন্ত্রী হিসেবে ও রাজনৈতিক কর্মী হিসেবে এ টিকাটি গ্রহণ করে সবাইকে অনুপ্রাণিত ও উৎসাহিত করতে চাই।


বিএসএমএমইউতে এ তালিকায় আরো ছিলেন স্বাস্থ্যসচিব ও তথ্যসচিব।


টিকা কেন্দ্র পরিদর্শন করে স্বাস্থ্যমন্ত্রী জানান, এরইমধ্য টিকা নিয়ে জনমনে শঙ্কা অনেকটাই কেটে গেছে। অ্যাপে নিবন্ধন না করলেও কেন্দ্রে গিয়ে নিবন্ধিত হওয়ার সুযোগ থাকবে বলেও জানান তিনি। জাহিদ মালেক বলেন, যারা টিকা নিয়েছেন তারা সবাই ভালো আছেন। কোনো রকমের অসুবিধা দেখা যায়নি।


এছাড়াও ঢাকা মেডিকেল কলেজে টিকা নেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালেদ। এছাড়া মুগধা মেডিকেল কলেজ, কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতাল, কুর্মিটোলায় পাঁচ শতাধিক চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও বিশেষ ব্যক্তিরা টিকা নেন।


বিবার্তা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com