শিরোনাম
লক্ষণবিহীন করোনা আক্রান্তদের অ্যান্টিবডি দ্রুত কমে
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২০, ২২:৩৫
লক্ষণবিহীন করোনা আক্রান্তদের অ্যান্টিবডি দ্রুত কমে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

লক্ষণবিহীন করোনা আক্রান্তদের দেহের অ্যান্টিবডি কোভিড-১৯ এর লক্ষণ নিয়ে আক্রান্তদের তুলনায় দ্রুত কমে যায়। মঙ্গলবার যুক্তরাজ্যে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


ইমপেরিয়াল কলেজ অব লন্ডন এবং বাজার গবেষণা প্রতিষ্ঠান ইপসোস মোরি যৌথভাবে এই গবেষণা চালিয়েছে।


মধ্য জুন থেকে সেপ্টেম্বরের শেষ নাগাদ পর্যন্ত ইংল্যান্ডজুড়ে হাজার হাজার মানুষের দেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছিল। এতে দেখা গেছে, লক্ষণ নিয়ে আক্রান্তদের তুলনায় লক্ষণবিহীন করোনা আক্রান্তদের দেহে অ্যান্টিবডি হ্রাসের হার এক চতুর্থাংশ বেশি। ৭৫ বছর বার তারচেয়ে বেশি বয়সের মানুষদের দেহে অ্যান্টিবডি যে হারে হ্রাস পায় তুলনামূলকভাবে তারচেয়ে কম হারে হ্রাস পায় ১৮ থেকে ২৪ বছর বয়সী তরুণদের দেহে।


প্রতিবেদনে বলা হয়েছে, করোনায় সংক্রমণের পর মানুষের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা ধারবাহিকভাবে কমতে থাকে। মানুষের দেহের অ্যান্টিবডি দীর্ঘমেয়াদে ভাইরাসের বিরুদ্ধে কতোটা সময় লড়াই করতে পারে তা এখনও জানা যায়নি।


ইমপেরিয়াল স্কুল অব পাবলিক হেলথের পল ইলিয়ট বলেন, ‘কোন মাত্রার রোগ প্রতিরোধ ক্ষমতা অ্যান্টিবডি প্রদান করে কিংবা এই রোগ প্রতিরোধ ক্ষমতা কতোটা সময় টিকে থাকে তা স্পষ্ট নয়।’


বিবার্তা/আদনান/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com