শিরোনাম
বাংলাদেশকে ১০০টি ভেন্টিলেটর দিচ্ছে যুক্তরাষ্ট্র
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২০, ২০:২০
বাংলাদেশকে ১০০টি ভেন্টিলেটর দিচ্ছে যুক্তরাষ্ট্র
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশকে অত্যাধুনিক প্রযুক্তির ১০০টি ভেন্টিলেটর উপহার দিচ্ছে যুক্তরাষ্ট্র।


করোনাসহ অন্যান্য রোগের চিকিৎসাসেবা দিতে আগামী কয়েক দিনের মধ্যে এগুলো পাওয়া যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।


বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভেন্টিলেটর ও গ্যাস এনালাইজার মেশিন হস্তান্তর সংক্রান্ত এক বৈঠক শেষে এ তথ্য জানান তিনি।


বৈঠকে বাংলাদেশের পক্ষে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। যুক্তরাষ্ট্রের পক্ষে দেশটির ডিপার্টমেন্ট অব স্টেটের ডেপুটি সেক্রেটারি স্টেফেন এডওয়ার্ড বাইগান, বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত আর্ল আর মিলারসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


বৈঠকে আগামীতে ভ্যাকসিন উৎপাদন শুরু হলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন ডেপুটি সেক্রেটারি বাইগান।


অনুষ্ঠান শেষে স্বাস্থ্যমন্ত্রীর কাছে দুটি উন্নত গ্যাস আনালাইজার মেশিন হস্তান্তর করেন স্টেফেন এডওয়ার্ড বাইগান ও আর্ল আর মিলার।


বিবার্তা/গমেজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com