শিরোনাম
দেশে করোনায় আরো ৩৯ জনের মৃত্যু, মোট ৩৩০৬
প্রকাশ : ০৬ আগস্ট ২০২০, ১৪:৪৩
দেশে করোনায় আরো ৩৯ জনের মৃত্যু,  মোট ৩৩০৬
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩৯ জনের মৃত্যু হয়েছে।এ নিয়ে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুবরণ করেছেন ৩৩০৬ জন। গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৩২ জন পুরুষ এবং ৭ জন নারী। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়।


গোটা বিশ্ব এখন করোনাভাইরাসের ছোবলে বিপর্যস্ত। গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ায় এই ভাইরাস। এখন পর্যন্ত এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা এক কোটি ৮৯ লাখ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৭ লাখ ১১ হাজার। তবে এক কোটি ২১ লাখের বেশি রোগী এরই মধ্যে সুস্থ হয়েছেন।গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম শনাক্ত হয় করোনাভাইরাস। করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।


এদিকে যারা করোনায় আক্রান্ত হওয়ার পর ১৪ দিন পার করেছেন এবং কোনো উপসর্গ নেই বা সুস্থ হয়ে উঠেছেন তাদের পুনরায় করোনা টেস্ট করার প্রয়োজন নেই বলে জানিয়েছেন আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।


ড. ফ্লোরা বলেন, আগেই একদফা সরকারি নির্দেশনার মাধ্যমে বিষয়টি পরিস্কার করা হয়েছিল। তার পরও আমরা শুনছি সুস্থ হওয়ার পর কাজে যোগদানের সময় অনেক সরকারি-বেসরকারি অফিসে নেগেটিভ সার্টিফিকেট চাওয়া হচ্ছে। ফলে আমরা এ বিষয়ে আরেকটি সার্কুলার দেওয়ার উদ্যোগ নিয়েছি।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com