শিরোনাম
করোনায় পপুলার মেডিকেলের অধ্যক্ষের মৃত্যু
প্রকাশ : ২৮ জুলাই ২০২০, ১৬:৩০
করোনায় পপুলার মেডিকেলের অধ্যক্ষের মৃত্যু
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর পপুলার মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. টি আই এম আবদুল্লাহ আল ফারুক মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে নিজের কর্মস্থল পপুলার মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।


চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেসপনসিবিটির (এফডিএসআর) মহাসচিব ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।


অধ্যাপক ডা. টি আই এম আবদুল্লাহ আল ফারুক ঢাকা মেডিক্যাল কলেজের সার্জারি বিভাগের সাবেক অধ্যাপক ও বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান সার্জনস-এর জ্যেষ্ঠ কাউন্সিলর ছিলেন।


এফডিএসআরের তথ্যমতে, ডা. আবদুল্লাহ আল ফারুকের মৃত্যুর মধ্য দিয়ে করোনা সংক্রমণে দেশে এ পর্যন্ত ৮৫ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com