শিরোনাম
আরো ২ করোনা পরীক্ষাগার চালু
প্রকাশ : ০৫ জুলাই ২০২০, ১৭:০১
আরো ২ করোনা পরীক্ষাগার চালু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশে করোনা শনাক্তে আরো দুটি পিসিআর পরীক্ষাগার সংযুক্ত হয়েছে। দুটি পরীক্ষাগারই ঢাকায়। পরীক্ষাগার দুটির একটি সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি এবং অন্যটি সিআরএল ডায়াগনস্টিক। এ নিয়ে বর্তমানে পিসিআর পরীক্ষাগারের সংখ্যা দাঁড়ালো ৭৩টি।


রবিবার (৫ জুলাই) দুপুরে করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।


ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির বিষয়ে বলতে গিয়ে নাসিমা সুলতানা বলেন, ‘বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন জীব ও প্রযুক্তি বিষয়ে দেশের একমাত্র বিশেষায়িত গবেষণা প্রতিষ্ঠান এটি। জীব ও প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে স্বাস্থ্য, কৃষি, পরিবেশ ও শিল্প ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের মাধ্যমে দেশের দারিদ্র্য বিমোচনসহ টেকসই উন্নয়ন কৌশল উদ্ভাবন করার লক্ষ্য নিয়ে বিভিন্ন গবেষণা কার্যক্রম পরিচালনা হচ্ছে এখানে। এরই ধারাবাহিকতায় ইতোমধ্যে প্রতিষ্ঠানটি করোনাভাইরাসের পূর্ণাঙ্গ জিনোম সিকোয়েন্স উন্মোচন করেছে। পাশাপাশি সংশ্লিষ্ট গবেষণা চালিয়ে যাচ্ছে। করোনার পরীক্ষাগার তারা সক্ষমতা অনুযায়ী চালু রাখবে।’


বিবার্তা/আদনান/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com