শিরোনাম
ঢামেক করোনা ইউনিটে একদিনে আরো ১৩ জনের মৃত্যু
প্রকাশ : ০৫ জুলাই ২০২০, ০৮:৪৪
ঢামেক করোনা ইউনিটে একদিনে আরো ১৩ জনের মৃত্যু
ফাইল ছবি
ঢামেক প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরো ১৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনা পজিটিভ ছিলেন ৩ জন। বাকি ১০ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।


শনিবার রাতে (৪ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ ‍সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।


করোনায় মৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার ওহিদা ইসলাশা (৬৬), চুয়াডাঙ্গার শ্রী আরা কুমার (৪৬) ও রাজধানীর মিরপুর দারুস সালামের মোস্তাফা কামাল (৪৮)।


এদিকে দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে একদিনে আরো ২৯ জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট এক হাজার ৯৯৭ জন মারা গেলেন। একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরো তিন হাজার ২৮৮ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৫৯ হাজার ৬৭৯ জনে।


শনিবার (৪ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com