শিরোনাম
করোনার ভ্যাকসিন হয়তো কখনই পাওয়া যাবে না!
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২০, ১৯:৩৮
করোনার ভ্যাকসিন হয়তো কখনই পাওয়া যাবে না!
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

করোনা ভাইরাসের ভ্যাকসিন হয়তো কখনই পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষ দূত ডেভিড নাবারো।


তিনি বলেন, করোনার কার্যকরি কোনো প্রতিষেধক কখনই মিলবে না। এসব চেষ্টাতে কোনো লাভ হবে না। অদূর ভবিষ্যতে করোনার কার্যকরি কোনো প্রতিষেধক তৈরি হওয়ার নিশ্চয়তা নেই।


তিনি বলেন, এটা ধরে নেয়া ঠিক না যে, খুব শীঘ্রই করোনাভাইরাসের কার্যকরি প্রতিষেধক তৈরি হয়ে যাবে। সাধারণ মানুষকে সামাজিক দূরত্ব বজায় রেখে জীবনযাপন শিখতে হবে।


ডব্লিউএইচও- এর এই শীর্ষ কর্মকর্তা বলছেন, 'সব ভাইরাসেরই যে নিরাপদ এবং কার্যকরি প্রতিষেধক তৈরি হবে, এমন কোনো নিশ্চয়তা নেই। এমন অনেক ভাইরাস আছে যাদের প্রতিষেধক তৈরি করা অত্যন্ত কঠিন কাজ। সুতরাং আপাতত আমাদের এই ভাইরাসের বিপদের কথা মাথায় রেখেই জীবনযাত্রা বদলে ফেলতে হবে।'


নাবারোর কথায়,আমাদের এখন সাবধানতা অবলম্বন ছাড়া আর কোনো উপায় নেই। অর্থাৎ কারো মধ্যে এই রোগের উপসর্গ দেখলে তাকে এবং যারা তার সংস্পর্শে এসেছেন তাদের আইসোলেট করতে হবে। বয়স্ক মানুষদের আগলে রাখতে হবে। আর এটাকেই স্বাভাবিক নিয়ম করে ফেলতে হবে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com