শিরোনাম
করোনা মোকাবেলায় ৮টি এয়ার কুলার দিল ওয়ালটন
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২০, ২০:১৫
করোনা মোকাবেলায় ৮টি এয়ার কুলার দিল ওয়ালটন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

করোনাভাইরাস মোকাবিলায় ব্যাপক কার্যক্রম চালাচ্ছে দেশের শীর্ষ ইলেকট্রনিক্স, প্রযুক্তিপণ্য ও হোম অ্যাপ্লায়েন্সেস ব্র্যান্ড ওয়ালটন। এরই ধারাবাহিকতায় ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়া ডিজিজ রিসার্চ, বাংলাদেশকে (আইসিডিডিআর’বি) ৮টি এয়ার কুলার দিয়েছে ওয়ালটন। ডায়রিয়াজনিত কারণে আইসিডিডিআর’বিতে ভর্তি হওয়া যেসব রোগীর করোনাভাইরাসের লক্ষণ প্রকাশ পায়, তাদের জন্য তৈরি বিশেষ তাঁবুতে ব্যবহৃত হবে এসব এয়ার কুলার।


মঙ্গলবার রাজধানীর মহাখালীতে অবস্থিত আইসিডিডিআর’বি কার্যালয়ে এয়ার কুলারগুলো হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আইসিডিডিআরবি’র প্রধান চিকিৎসক ডা. আজহারুল ইসলাম খান, ম্যানেজার ক্যাপ্টেন (অব.) মো. তরিকুল আজম, সাপ্লাই চেইন অ্যান্ড ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট সাপোর্ট সার্ভিসেসের পরিচালক মোহাম্মদ নওশাদ চৌধুরী এবং ওয়ালটন হোম অ্যাপ্লায়েন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আল ইমরান।


আইসিডিডিআর’বি সূত্রে জানা গেছে, করোনাভাইরাস আক্রান্ত রোগীদের অন্যতম লক্ষণ ডায়রিয়া। হাসপাতালটিতে যেসব রোগী ডায়রিয়াজনিত সমস্যা নিয়ে ভর্তি হন, তাদের মধ্যে কেউ করোনাভাইরাস সংক্রমিত সন্দেহ হলে বিশেষভাবে নির্মিত তাঁবুতে আলাদা রাখা হয়। এরপর তারা কোভিড-১৯ পজিটিভ কিনা, তা পরীক্ষা করে দেখা হয়। করোনা আক্রান্ত রোগীদের জন্য তৈরি ওই তাঁবুগুলোতে ব্যবহারের জন্য এয়ার কুলারগুলো দিয়েছে ওয়ালটন।


এর আগে খেতে না পাওয়া মানুষদের খাবার সরবরাহে বিদ্যানন্দ ফাউন্ডেশনে ১০ লাখ টাকা দিয়েছে ওয়ালটন। এছাড়া, প্রায় ২০ হাজার পয়েন্টের মাধ্যমে দেশের সর্বত্র সচেতনতা, সেনিটাইজেশন কার্যক্রম এবং দরিদ্রদের জন্য খাদ্য সামগ্রী বিতরণ চলছে।


বিবার্তা/আদনান/জাহিদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com