শিরোনাম
করোনা সন্দেহ বা আক্রান্ত হলে যা করবেন
প্রকাশ : ১২ এপ্রিল ২০২০, ২০:৪৩
করোনা সন্দেহ বা আক্রান্ত হলে যা করবেন
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

করোনা ভাইরাস হয়েছে নিশ্চিত বা সন্দেহ হলে ঘরে কীভাবে তাদের খেয়াল রাখবেন পরিচর্যাকারী, সে বিষয়ে কিছু পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তা হলো-


১. আক্রান্ত ব্যক্তিকে যথেষ্ট বিশ্রাম নিতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে, প্রচুর পানি পান করতে হবে।


২. একই ঘরে যখন সেবা কাজে, তখন মেডিকেল মাস্ক পরবেন দুজনে। হাত দিয়ে মাস্ক ধরবেন না। মুখে হাত দেবেন না। কাজ শেষে মাস্ক ফেলে দেবেন ময়লার ঝুড়িতে।


৩. বারবার হাত ধোবেন সাবান পানি দিয়ে বা স্যানিটাইজার দিয়ে: অসুস্থ ব্যক্তির সংস্পর্শে বা এর চারপাশের সংস্পর্শে এলে খাবার তৈরির আগে, খাবার খেতে বসার আগে ও টয়লেট ব্যবহারের পর।


৪. অসুস্থ মানুষের জন্য আলাদা বাসনপত্র, তোয়ালে, বিছানার চাদর- এসব জিনিস সাবান দিয়ে ধুতে হবে। অসুস্থ ব্যক্তি যা যা হাত দিয়ে স্পর্শ করবেন, সেগুলো বারবার জীবাণু শোধন করতে হবে।


৫. অসুস্থ ব্যক্তির অবস্থা শোচনীয় হলে বা শ্বাসকষ্ট হলে স্বাস্থ্য সেবাকেন্দ্রে নিয়ে যেতে হবে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com