শিরোনাম
করোনায় মৃত্যুহারে এশিয়ায় প্রথম বাংলাদেশ, বিশ্বে দ্বিতীয়
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২০, ১০:৪৩
করোনায় মৃত্যুহারে এশিয়ায় প্রথম বাংলাদেশ, বিশ্বে দ্বিতীয়
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

করোনাভাইরাসে বাংলাদেশে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন প্রায় ৭০ জন, মৃত্যু হয়েছে ৮ জনের। এশিয়ার মধ্যে মৃত্যু হারে প্রথম বাংলাদেশ। বিশ্বের মধ্যে যার অবস্থান দ্বিতীয়। ওয়ার্ল্ড ওর্মিটার’র পরিসংখ্যানে মৃত্যুর হার ১১.৪৩ শতাংশ।


ওয়ার্ল্ড ওমিটার বলছে, চীনে করোনায় মৃত্যুর হার ৪.০৪%। বাংলাদেশের সামনে আছে কেবল মৃত্যুপুরী বনে যাওয়া ইতালি (১২.২৫%), যদিও পার্থক্য খুবই সামান্য। আরেক মৃত্যুপুরী স্পেনের হারও বাংলাদেশের চেয়ে কম (৯.৩৯%)। করোনার নতুন আবাস আমেরিকায় অনেকে আক্রান্ত হলেও মৃত্যুহার খুবই কম (২.৬৭%)।


হিসাব করলে দেখা যায়, বাংলাদেশে করোনায় মৃত্যুর হার এখনো বিশ্বের মধ্যে একেবারে প্রথম সারিতে! মাঝখানে খানিক বিরতি দিয়ে বাংলাদেশ এবার দ্বিতীয় স্থান লাভ করেছে, সেই সাথে মৃত্যুর শতকরা হার আরো বেড়েছে!


অর্থাৎ দেশে প্রতি ১০০ জন করোনা আক্রান্ত রোগীর মধ্যে প্রায় সাড়ে ১১ জন মারা যাচ্ছে বাংলাদেশে! যা ভাইরাসটির উৎপত্তি স্থল চীনের চেয়েও অনেক বেশি।


এশিয়ার দুই দেশ দক্ষিণ কোরিয়া এবং মালয়েশিয়াতেও মৃত্যুহার যৎসামান্য, যথাক্রমে ১.৭৪ % ও ১.৫৯%। প্রতিবেশী ভারতে (২.৭৯%) তাদের থেকে পাকিস্তানে (১.৪৮%) তুলনামূলকভাবে মৃত্যুহার অনেক কম। অন্যদিকে দক্ষিণ এশিয়ার আরেক দেশ শ্রীলঙ্কায় মৃত্যুহার ৩.১৪%।-সূত্র: ওয়ার্ল্ডওমিটার


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com