শিরোনাম
খুসখুসে কাশি আর জ্বর হলে যা করবেন
প্রকাশ : ৩১ মার্চ ২০২০, ০৮:৩৯
খুসখুসে কাশি আর জ্বর হলে যা করবেন
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

কারো মধ্যে করোনাভাইরাসের লক্ষণ (খুসখুসে কাশি আর জ্বর) দেখা দিলে দুটো কাজ করুন সবার আগে-


উদ্বিগ্ন না হয়ে প্রথমেই নিজেকে অন্যদের থেকে আলাদা (কোয়ারেন্টিন) করে নিন। আর বারবার ভালোভাবে সাবান-পানি দিয়ে হাত ধুয়ে ফেলুন।


এখনো পর্যন্ত আমাদের দেশে করোনা সংক্রান্ত পরিসংখ্যান যে জায়গায় রয়েছে তাতে বিগত দুই সপ্তাহের ভেতরে যদি আপনি বিদেশ থেকে না ফেরেন, কোনো বিদেশির সংস্পর্শে না আসেন, তাহলে এখনই ভয় পাওয়ার কোনো কারণ নেই। এমনটাই বলছেন বিশেষজ্ঞরা।


চিকিৎসকের সঙ্গে যোগাযোগ রাখুন ফোনের মাধ্যমে। সাধারণত গরম পানির ভেপার নিলে, হালকা প্যারাসিটামল বা অ্যান্টি অ্যালার্জিক খেলেই এই সমস্যা দু‌-একদিনে কমে যাওয়ার কথা। তা না হলে চিকিৎসকের শরণাপন্ন হতেই হবে। তবে এই সময়টা নিজেকে একটা ঘরে রাখা উচিত। তাহলেই সংক্রমণ ঠেকানো সম্ভব।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com