শিরোনাম
করোনাভাইরাস: বিমানবন্দর থেকে হাসপাতালে ২ জন
প্রকাশ : ০৯ মার্চ ২০২০, ১৮:১৯
করোনাভাইরাস: বিমানবন্দর থেকে হাসপাতালে ২ জন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ইতালি ও স্পেন থেকে আসা দুই বাংলাদেশিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি হাসপাতালে নিয়ে আসা হয়েছে।


সোমবার (৯ মার্চ) বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল-আহসান জানান, উচ্চমাত্রার জ্বর থাকায় চেকআপের জন্যে তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে।


তিনি আরো বলেন, ‘তারা কখন দেশে এসেছে, কোন ফ্লাইটে এসেছে সে বিষয়ে কোনো তথ্য আমাদের কাছে নেই। আমরা সেই ফ্লাইটের অন্য যাত্রী, পাইলট ও ক্রুদের খুঁজে বের করার চেষ্টা করছি। তাদেরও চেকআপের প্রয়োজন।


এদিকে দেশে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় অতিরিক্ত সতর্কতা গ্রহণ করেছে সরকার। চীন, ইতালি, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, ইরান ও থাইল্যান্ড থেকে আসা যাত্রীদের কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক করা হয়েছে।


উল্লেখ্য, প্রথমবারের মতো বাংলাদেশে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রবিবার (৮ মার্চ) সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা জানান, ধরা পড়া করোনা রোগী দুজন ইতালি ফেরত। তিনজনের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী।


সরকার ও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে করোনা নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com