শিরোনাম
‘করোনাভাইরাসের সঙ্গে তাপমাত্রার কোনো সম্পর্ক নেই’
প্রকাশ : ০২ মার্চ ২০২০, ১৩:৩৩
‘করোনাভাইরাসের সঙ্গে তাপমাত্রার কোনো সম্পর্ক নেই’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

করোনা ভাইরাসের সঙ্গে তাপমাত্রার কোনো সম্পর্ক নেই। তাই জীবনাচরণ পরিবর্তনের পরামর্শ জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর)।


সোমবার (২ মার্চ) করোনা প্রসঙ্গ নিয়ে প্রতিদিনকার ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিষ্ঠানটির পরিচালক ডা. সেব্রিনা মীরজাদী ফ্লোরা।


এ প্রসঙ্গে তিনি বলেন, করোনা ভাইরাসের আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ায় বিশ্ব পরিস্থিতির অবনতি। তাপমাত্রার সঙ্গে করোনা ভাইরাসের কোনো সম্পর্ক নেই। উচ্চ তাপমাত্রা আছে এমন দেশেরও করোনা ভাইরাস আক্রান্ত হচ্ছে। করোনা ভাইরাস ৭০ ডিগ্রি তাপমাত্রায় টিকতে পারে না। কোনো দেশেই এতো তাপমাত্রা নেই। গ্রীষ্মকালের তাপমাত্রায় করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা কমে যাবে এ ভরসায় বসে থাকা যাবে না। সবাইকে সচেতন হতে হবে।


এসময় তিনি কোলাকুলি, হ্যান্ডশেক পরিহার করতে অনুরোধ করেন।


সেব্রিনা মীরজাদী ফ্লোরা জানান, সিঙ্গাপুরে আক্রান্ত বাংলাদেশীদের মধ্যে ২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকি ৩ জনের অবস্থা অপরিবর্তিত।


তিনি বলেন, এখন পর্যন্ত ৯৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। কারো মাঝেই করোনা ভাইরাস পাওয়া যায়নি।


চীন, জাপান, ইতালি, ইরানের মতো আক্রান্ত দেশগুলো ভ্রমণ করে আসলে হোম কোয়ারন্টাইনে থাকার আহ্বান আইইডিসিআরের। অত্যাবশক না হলে বাসার বাইরে না যাওয়ার পরামর্শ। গেলে মাস্ক ব্যবহার করতে হবে।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com