শিরোনাম
লক্ষ্মীপুরে দুই দিনের স্বাস্থ্যসেবা ক্যাম্প
প্রকাশ : ০৩ নভেম্বর ২০১৯, ২০:৪৩
লক্ষ্মীপুরে দুই দিনের স্বাস্থ্যসেবা ক্যাম্প
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

লক্ষ্মীপুর জেলায় হতদরিদ্র মা ও শিশুর সু-স্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে সরকারিভাবে দুই দিনের স্বাস্থ্যসেবা ক্যাম্প শুরু হয়েছে। রবিবার দুপুর ১টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। এতে ‘কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল’ কর্মসূচির আওতায় লক্ষ্মীপুর পৌরসভার নির্বাচিত ১ হাজার ১০০ উপকারভোগী মহিলাকে সেবা দেয়া হচ্ছে।


উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল বলেন, ‘কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল’ কর্মসূচির মাধ্যমে মা ও শিশুর সু-স্বাস্থ্য নিশ্চিত করতে কাজ করছে সরকার। গর্ভকালে ও সন্তান প্রসবের পর হতদরিদ্র কর্মজীবী মহিলাদের পুষ্টিকর খাবার গ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে নির্ধারিত হারে ভাতা দেয়া হচ্ছে।


এ ছাড়াও উপকারভোগীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হচ্ছে।


জেলা মহিলা বিষয়ক অধিদফতরের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া। এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ডা. আশফাকুর রহমান মামুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদা আক্তার ও সহকারী কমিশনার মো. শহিদুল ইসলাম।


জানা গেছে, ‘কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল’ কর্মসূচির আওতায় নির্বাচিত উপকারভোগী মহিলাদের প্রতি মাসে ৮০০ টাকা করে ভাতা দেয়া হয়। গর্ভকাল থেকে ৩ বছর পর্যন্ত উপকারভোগীরা এ ভাতা পাবেন। তবে দুই এর অধিক সন্তান গ্রহণকারী মহিলারা এ সেবা পাবেন না।


বিবার্তা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com