শিরোনাম
২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগী কমেছে ২৫ শতাংশ
প্রকাশ : ১১ অক্টোবর ২০১৯, ১৫:৪৯
২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগী কমেছে ২৫ শতাংশ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীসহ সারা দেশের সরকারি-বেসরকারি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগীর সংখ্যা প্রায় ২৫ শতাংশ কমেছে। গত ২৪ ঘণ্টায় (১০ অক্টোবর সকাল ৮টা থেকে ১১ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত) রাজধানী ঢাকায় ৫৫ জন ও ঢাকার বাইরে ১৮৩ জনসহ মোট ২৩৮জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হন।


এর আগের ২৪ ঘণ্টায় (৯ অক্টোবর সকাল ৮টা থেকে ১০ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত) রাজধানী ঢাকায় ৯১ জন, ঢাকার বাইরের সরকারি-বেসরকারি হাসপাতালে ২২৫ জনসহ মোট ৩১৬ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হন। এ হিসেবে আগের দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় ৭৮ জন অর্থাৎ ২৪ দশমিক ৭ শতাংশ ডেঙ্গু রোগীর সংখ্যা কমেছে।


এ তথ্য জানান, স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টারের সহকারী পরিচালক ডা. আয়েশা আক্তার।


তিনি জানান, রাজধানীর ৪১টি হাসপাতালে ৪০০ জন ও ঢাকার বাইরে ৮১৮ জনসহ বর্তমানে ১ হাজার ২১৮ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।


গত ১ জানুয়ারি থেকে ১০ অক্টোবর পর্যন্ত সারা দেশের হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ৯১ হাজার ৩৫৩ জন। তাদের মধ্যে রাজধানীতে ৪৭ হাজার ৯২৬ জন ও ঢাকার বাইরে ৪৩ হাজার ৪২৭ জন রয়েছেন।


তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৯ হাজার ৮৯৩ জন। বাড়ি ফেরাদের মধ্যে রাজধানীর হাসপাতাল থেকে ৪৭ হাজার ৩৩৭ জন ও ঢাকার বাইরের হাসপাতাল থেকে ৪২ হাজার ৫৫৬ জন রিলিজ পান।


সর্বশেষ মোট ২৪২ জন সন্দেহভাজন (ডেঙ্গুতে আক্রান্ত হয়ে) মৃত মানুষের মধ্যে ১৫১টি মৃত্যুর কারণ রিভিউ করে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) ডেথ রিভিউ কমিটি।


এর মধ্যে ৯৩ জনের মৃত্যু ডেঙ্গুতে হয়েছে বলে নিশ্চিত করে ডেথ রিভিউ কমিটি।


বিবার্তা/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com