শিরোনাম
ডিআরইউতে দিনব্যাপী চক্ষুশিবির ও ডায়বেটিস পরীক্ষা
প্রকাশ : ০৮ অক্টোবর ২০১৯, ১৭:২৬
ডিআরইউতে দিনব্যাপী চক্ষুশিবির ও ডায়বেটিস পরীক্ষা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য ও পরিবারের জন্য মঙ্গলবার (৮ অক্টোবর) চক্ষুশিবির ও ডায়বেটিস পরীক্ষার আয়োজন করা হয়।


লায়ন্স ক্লাব অব ঢাকা, লায়ন্স ক্লাব অব ঢাকা আইডিয়াল ও লিও ক্লাব অব ঢাকা গেন্ডারিয়া’র সহযোগিতায় আয়োজিত ক্যাম্পে লায়ন্স চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা চক্ষু ও ডায়বেটিস পরীক্ষা এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।


ডিআরইউর সাগর-রুনী মিলনায়তনে সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল সোয়া ৩টা পর্যন্ত এ ক্যাম্প চলে। এতে দেড়শতাধিক ডিআরইউ সদস্য ও পরিবার চিকিৎসা সেবা নেন।


সংগঠনের সভাপতি ইলিয়াস হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ৩১৫-এ১ এর জেলা গভর্নর ড. শহিদুল ইসলাম। কল্যাণ সম্পাদক কাওসার আজমের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন সাবেক জেলা গভর্নর মোহাম্মদ শামসুজ্জামান ও ডিআরইউ সিনিয়র সদস্য মশিউর রহমান।


এ সময় ডিআরইউ যুগ্ম সম্পাদক জামিউল আহসান সিপু, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ মাহমুদ এ রিয়াত, সাংস্কৃতিক সম্পাদক এমদাদুল হক খান, আপ্যায়ন সম্পাদক এইচ এম আকতার ও কার্যনির্বাহী সদস্য খালিদ সাইফুল্লাহ উপস্থিত ছিলেন।


বিবার্তা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com