শিরোনাম
আমার শাকিল ভাই
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০১৬, ২০:৩৭
আমার শাকিল ভাই
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

কীভাবে বিশ্বাস করি শাকিল ভাই নেই!


ভাইয়ের সাথে চেনা-পরিচয়, জানাশোনা থাকলেও তেমন সখ্য ছিল না। কিন্তু কেউ শাকিল ভাইয়ের কথা বললেই বলতাম, আরে শাকিল ভাই আমার ডিপার্টমেন্ট সমাজবিজ্ঞানের বড় ভাই।


একটা বিশ্বাস ছিল, বিপদে পড়লে বঙ্গবন্ধুর কন্যার পাশে থাকা এই মানুষটি ছাত্রলীগের একজন কর্মী পরিচয় জানলে অবশ্যই উপকার করবেন।


আর বলা হবে না শাকিল ভাই, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, আমাদের ছাত্রলীগের, আমার ঢাকাবিশ্ববিদ্যালয়, এফ রহমান হল, সমাজবিজ্ঞান বিভাগের। এত প্রাণবন্ত, উদার, সহজেই মানুষকে আপন করে নেয়া, গল্প, কবিতা, গান, প্রকৃতির প্রেমে গভীরতা, হাস্যরসিকতা, মেধা, ডেডিকেশন, কমিটমেন্ট, বিধাতার দান অপরূপ সৌন্দর্য - আল্লাহ সব কিছুই তাকে কানায় কানায় দিয়েছিলেন এত তাড়াতাড়ি এই মানুষটি চলে যাবে বলে!


ভাল থাকবেন ভাই ওপারে।


আপনার মন খারাপের গাড়ি, আপনার রেখে যাওয়া কীর্তি চলবে এপারে।


আল্লাহ আপনাকে জান্নাত দান করুন। সেখানে বসেই আমাদের জন্য কবিতা লিখবেন, প্রকৃতির সাথে প্রেম করবেন, যখন খুশি তখন বেড়িয়ে যাবেন।


শুধু দেখবো না আমরা।


এইচ এম আল আমিনের ফেসবুক থেকে


বিবার্তা/মৌসুমী/হুমায়ুন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com