শিরোনাম
ক্যাপ্টেনের হাত ধরে রাজনীতিতেও পরিবর্তনের হাওয়া লাগুক
প্রকাশ : ১১ নভেম্বর ২০১৮, ১৭:৪৫
ক্যাপ্টেনের হাত ধরে রাজনীতিতেও পরিবর্তনের হাওয়া লাগুক
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

মাশরাফির বাবা স্থানীয় আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয়। মাশরাফি তার এলাকায় নিজ উদ্যোগে উন্নয়নমূলক ও সেবামূলক কাজ করছেন। এলাকায় তার নির্বাচনী আসনে তুমুল জনপ্রিয়তা রয়েছে। স্থানীয় মানুষদের চাহিদার কথা মাথায় রেখে তাকে নির্বাচনে আসতে হচ্ছে।


সুপ্রিয় ঝিঁঝি খেলা (ক্রিকেট বিশেষজ্ঞ গণ) আপনারাই বলে দিন, মাশরাফির কোন দলের রাজনীতি করা উচিত?


মাশরাফি জানে আওয়ামী লীগের নমিনেশন কিনলে তার জনপ্রিয়তা কমবে, তিনি সব জেনেই নির্বাচনে আসছেন তার প্রিয় জেলা নড়াইলকে ভালোবেসে। নিজ এলাকার মানুষের জীবনমান উন্নয়নে যে চ্যালেঞ্জ নিতে পারে তাকেই নেতা হিসেবে পেতে চায় স্থানীয়রা। আওয়ামী লীগও পেয়েছে তাকে নির্বাচনী ট্রাম্প কার্ড হিসেবে।


ফেসবুক কারো ব্যক্তিগত জীবন ঠিক করে দেয় না। মাশরাফির মতো লোকেরা আওয়ামী লীগকে আলোকিত করে।


১৬ কোটি মানুষের আস্থা মাশরাফি, আর মাশরাফির আস্থা, বিশ্বাস ও ভালোবাসার শেষ আশ্রয়স্থল শেখ হাসিনা, নৌকা এবং আওয়ামী লীগ।


নোংরা বলে সবাই রাজনীতি এড়িয়ে যায়, কিন্ত মাশরাফি কোমর বেঁধে সে নোংরা রাজনীতি পরিচ্ছন্নতার কাজে হাত দিয়েছে। বিষয়টি আনন্দের।


মোহাম্মদ ইফতেখারের ফেসবুক থেকে


বিবার্তা/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com