শিরোনাম
ফলাফল যা-ই হোক, আমাদেরই জয়
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৪১
ফলাফল যা-ই হোক, আমাদেরই জয়
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভাঙ্গা হাত নিয়ে তামিম যখন ক্রিজে একহাতে ব্যাটিং করলেন, তা দেখার পরই এশিয়া কাপ জিতে গেছি আমরা।


আঙ্গুলে পচনের আশঙ্কা জেনেও সাকিব আল হাসান যখন মনের জোরে, ব্যথানাশক ইনজেকশন নিয়ে মাঠে নামলেন, তা জানার পরই এশিয়া কাপ পেয়ে গেছি আমরা।


পাঁজরের হাড়ে চিড়, প্রচণ্ড ব্যাথা চেপে রেখে দুর্দান্ত ব্যাটিং কর্লেন মুশফিক, তখন আর এশিয়া কাপ পেতে অবশিষ্ট ছিল না।


দুই হাঁটুতে সাতবার অস্ত্রোপচার করা মাশরাফি যখন পা টেনে টেনে হেঁটে ক্লান্তি লুকিয়ে অসাধারণ ক্যাপ্টেন্সির বদৌলতে দলকে ফাইনালে নিয়ে এলেন, এশিয়া কাপ তখন আমাদের হৃদয়ের ঘরে চলে এসেছে।


সদ্য ইনজুরি থেকে ফেরা মুস্তাফিজের ঝুঁকি নিয়েও টানা বোলিং। পরপর দুই ম্যাচ তার হাত ধরেই জিতলো, দল গেল ফাইনালে। তখন আমরা এশিয়া কাপ জিতে গেছি।


এরপরও যদি বলতে চান শিরোপা নির্ধারণী আজকের ম্যাচের ফল দেখার পর বোঝা যাবে, বাংলাদেশ পেরেছে কি না! তবে সেটা হবে আপনার আইসিসির অ্যাম্পায়ারিংসুলভ দৃষ্টিভঙ্গি।


শুভ কামনা দলের জন্য। ফাইনালের জয়-পরাজয় প্রত্যাশা নিয়ে অনেকে জানতে চাইলো, এইটুকুই বললাম, আজকের ফাইনালে হারলেও মাশরাফি-মুস্তাফিজের বাংলাদেশ, জিতলেও সৌম্য-লিটনের বাংলাদেশ।


আনিসুর সুমনের ফেসবুক থেকে


বিবার্তা/হুমায়ুন/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com