শিরোনাম
শিক্ষা প্রতিষ্ঠান ব্যবস্থাপনায় অব্যবস্থা
প্রকাশ : ২৭ নভেম্বর ২০১৬, ১৬:৩৭
শিক্ষা প্রতিষ্ঠান ব্যবস্থাপনায় অব্যবস্থা
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

নানা কিসিমের সংগঠন কিলবিল করে আমাদের এই বঙ্গদেশে। কমিটিও আছে ভূরি ভূরি। কমিটির দ্বারা মহৎ কাজ সুসম্পন্ন হওয়ার নজিরও আছে ঢের।


তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় প্রত্যক্ষ ভোটে নির্বাচিত অভিভাবক-সদস্য সমন্বয়ে একটা ম্যানেজিং কমিটি একান্তই আবশ্যক কিংবা অভিভাবক-সদস্য ব্যতিরেকে স্কুলের মঙ্গলসাধন নিতান্তই অসম্ভব, তা মোটেও বলা চলে না। বরং অভিভাবক-সদস্য নির্বাচনের প্রচলিত প্রক্রিয়ার ফলস্বরূপ দিনদিন তৃণমূলে যে তুমুল গতিতে নোংরা দলবাজির নাগরপনা ও বকলম ক্ষেত্রপতিদের দাবড়ানির উর্বর ক্ষেত্র হয়ে উঠছে আর স্কুলগুলোকে একের পর এক মামলা-মোকদ্দমায় বিজড়িত করে চলছে, তাতে করে স্কুল ব্যবস্থাপনার বিষয়টি যে কতো বড়ো অব্যবস্থাপনার সম্মুখীন, আজকাল তা টের পাওয়া যাচ্ছে হাড়ে হাড়েই।


স্কুলগুলোকে অব্যবস্থাপনার এই রাহুর দশা থেকে মুক্ত করতে বিদ্যমান কমিটি-বিধি বাতিল বা সংশোধন করে জুতসই বিধি প্রবর্তন করা যথার্থই সময়ের দাবি।


কেশব রায়ের ফেসবুক থেকে


বিবার্তা/মৌসুমী/হুমায়ুন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com